যদিও এ ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি
ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে আবারও রকেট হামলা হয়েছে।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) ভোরে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে এএফপি।
মার্কিন এক সামরিক কর্মকর্তার দেওয়া তথ্যানুযায়ী, হামলার পর দূতাবাস চত্বরে সাইরেন বেজে ওঠে। তবে কতগুলো রকেট আঘাত হেনেছে জানা যায়নি বলেও তিনি জানান। যদিও এ ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
এএফপি’র প্রতিনিধিরা জানান, দূতাবাস চত্বরে বেশ কয়েকটি বিস্ফোরণের আওয়াজ শুনতে পেয়েছেন তারা।
গত অক্টোবর যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছে অবস্থিত সামরিক ঘাঁটিতে ১৯বারের মতো হামলা চালানো হয়। এ ধরনের হামলার দায় কেউ স্বীকার না করলেও যুক্তরাষ্ট্রের ধারণা ইরাক সমর্থিত হাসেদ আল-শাবি এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকে।
ইরাকে মার্কিন বিমান হামলায় কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর থেকে দুই দেশের উত্তেজনা বেড়েই চলেছে। গত ২৬ জানুয়ারি দূতাবাস চত্বরের অভ্যন্তরেও হামলার ঘটনা ঘটে।
মতামত দিন