লন্ডনের ক্যানারি ওয়ারফে সিটিব্যাঙ্কের ইউরোপীয় হেডকোয়ার্টারে উচ্চপদস্থ অফিসার হিসেবে কর্মরত পরশ শাহের বাৎসরিক আয় ছিলো ৯ কোটি ২০ লক্ষ রুপি!
ক্যান্টিন থেকে খাবার চুরির অভিযোগে লন্ডনে কাজ হারালেন উচ্চপদস্থ এক ভারতীয় ব্যাংক কর্মকর্তার। আর ঘটনাটি সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় আলোড়ন পড়ে গিয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার।
লন্ডনের ক্যানারি ওয়ারফে সিটিব্যাঙ্কের ইউরোপীয় হেডকোয়ার্টারে উচ্চপদস্থ অফিসার হিসেবে কর্মরত ছিলেন পরশ শাহ। পরশের বাৎসরিক আয় আনুমানিক ৯ কোটি ২০ লক্ষ রুপি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি মাসেই সিটিব্যাঙ্কের বন্ড ট্রেডিং বিভাগের আধিকারিক পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাকে।
এইচএসবিসি’তে সাতবছর কাটিয়েছেন পরশ। তারপর ২০১৭ সালে পারস সিটিগ্রুপে যোগ দেন তিনি। খুব অল্প সময়ের মধ্যে সাফল্যের শিখরে পৌঁছেছিলেন তিনি।
ফিনান্সিয়াল টাইমসের রিপোর্ট অনুযায়ী, সামনেই সংস্থার সিনিয়ার কর্মীদের বোনাস পাওয়ার কথা ছিল। তার একসপ্তাহ আগেই অভিযোগের আঙুল ওঠে পরশের বিরুদ্ধে। সংস্থা থেকে বিতাড়িত হন তিনি।
যদিও পরশ এই কাজ এর আগে কতবার করেছেন তা জানা যায়নি।একাধিক সংবাদমাধ্যম থেকে যোগাযোগ করা হলেও, এবিষয়ে মুখ খুলতে চাননি তিনি।
মতামত দিন