এবছর জানুয়ারিতে জাতিসংঘ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, আত্মসমর্পণকারী বেশিরভাগ জঙ্গিই আফগানিস্তানের বাসিন্দা। তবে বিদেশিদের মধ্যে ভারতীয় নাগরিকও রয়েছে!
২০১৯ সালে আফগানিস্তানে যে ১৪ হাজার আইএস জঙ্গি আত্মসমর্পণ করেছে তাদেরমধ্যে বেশ কয়েকজন ভারতীয়ও রয়েছে বলে দাবি করা জাতিসংঘের একটি প্রতিবেদনে। যদিও সেই সংখ্যাটি ঠিক ক’জন, রিপোর্টে সেটি উল্লেখ করা হয়নি। এক প্রতিবেদনে এখবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার।
আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, আইএস’র “ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভান্ট-খোরাসান” নামে ওই সংগঠনটি আফগানিস্তান ও পাকিস্তানে সক্রিয়। গতবছর সংগঠনটির ১৪ হাজারের উপর জঙ্গি আফগানিস্তান সরকারের কাছে আত্মসমর্পণ করে। এরা সকলেই কালো তালিকাভুক্ত ছিল।
এবছর জানুয়ারিতে জাতিসংঘ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, আত্মসমর্পণকারী বেশিরভাগ জঙ্গিই আফগানিস্তানের বাসিন্দা। তবে বিদেশিদের সংখ্যাও খুব কম নয়। ভারতীয় ছাড়াও সেই তালিকায় রয়েছে কানাডা, ফ্রান্স, মলদ্বীপ, পাকিস্তান, তুরস্কের মতো আরও বেশ কয়েকটি দেশের নাগরিক।
আর বিষয়টি যথেষ্ট আশঙ্কাজনক হিসেবে জাতিসংঘের ওই রিপোর্টে দাবি করা হয়েছে বলে জানিয়েছে আনন্দবাজার।
মতামত দিন