দাফন অনুষ্ঠানে অগণিত মানুষ ‘আমেরিকার পতন চাই’, ‘ইসরাইল ধ্বংস হোক’ বলে স্লোগান দেন
ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ শাবির উপ-প্রধান আবু মাহদি আল মুহানদিসের মরদেহ দাফন করা হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম পার্সটুডে’র খবরে বলা হয়, স্থানীয় সময় বুধবার (৮ জানুয়ারি) ইরাকের নাজাফ শহরের ওয়াদিউস সালাম কবরস্থানে দাফন করা হয়। দাফন অনুষ্ঠানে অগণিত মানুষ “আমেরিকার পতন চাই”, “ইসরাইল ধ্বংস হোক” বলে স্লোগান দেন।
এর আগেই, বুধবার ভোরে ইরাকের অবস্থিত দুটি মার্কিন ঘাটি লক্ষ্য করে এক ডজনেরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইরানের দাবি, ওই হামলায় অন্তত ৮০ জন মার্কিন সেনা নিহত ও ২০০ জনের বেশি আহত হয়।
গত সোমবার তেহরানে ইরানের কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানি ও হাশদ আশ শাবির সেকেন্ড ইন কমান্ড আবু মাহদি আল মুহানদিসসহ নিহত পাঁচ ইরানির জানাজা তেহরানে অনুষ্ঠিত হয়। ইরানের সর্বোচ্চ নেতা ওই নামাজের ইমামতি করেন।
শুক্রবার (৩ জানুয়ারি) মার্কিন হামলায় তারা শহীদ হওয়ার পর পাঁচ ইরানি এবং আবু মাহদির মৃতদেহ রবিবার ইরানে নিয়ে আসা হয়। ইরানে কোটি কোটি মানুষ তাদের প্রতি শ্রদ্ধা জানান।
এদিকে বুধবার খুব ভোরে ইরানের কেরমানে জেনারেল কাসেম সোলাইমানির দাফন সম্পন্ন হয়।
মতামত দিন