'এক সপ্তাহের মধ্যেই নতুন সভাপতি বেছে নেবে কংগ্রেস।'
ভারতীয় কংগ্রেস সভাপতির পদ থেকে পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন রাহুল গান্ধী। এরপর এক টুইট বার্তায় দলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। বলেছেন, কংগ্রেসের সভাপতিত্ব করা ছিল তার জন্য সম্মানের।
বুধবার (৩ জুলাই) রাহুল এ ঘোষণা দেন। এদিকে, সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে, এক সপ্তাহের মধ্যেই নতুন সভাপতি বেছে নেবে কংগ্রেস।
পদত্যাগের বিষয়ে লেখা চিঠিতে রাহুল বলেন, “কংগ্রেসের জন্য কাজ করতে পেরে আমি সম্মানিত। দেশের জন্য পরম্পরায় কাজ করে যাচ্ছে এই দল। এমন ভালোবাসা ও সম্মানের জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞ।”
এর আগে, এদিন সাংবাদিকদের তিনি বলেন, দেরি না করে কংগ্রেসের উচিত নতুন সভাপতি বেছে নেওয়া। তিনি পদত্যাগ করায় এ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকতে অপারগতা প্রকাশ করেন।
মতামত দিন