সকাল থেকেই ফলাফলে বিজেপির জয়রথ বোঝা গেলেও বিকেলে এ নিয়ে প্রথমবারের মতো টুইট করলেন মোদি
বৃহস্পতিবার (২৩ মে) ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়। গণনার ফলাফলে বিজেপি বিপুল ব্যবধানে এগিয়ে আছে নেতৃত্বাধীন জোট এনডিএ। তবে সকাল থেকেই ফলাফলে বিজেপির জয়রথ বোঝা গেলেও বিকেলে এ নিয়ে প্রথমবারের মতো টুইট করলেন মোদি।
টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, "আমরা একসঙ্গে বড় হই। একসঙ্গে সমৃদ্ধ হই। একসঙ্গে আমরা শক্তিশালী এবং অন্তর্ভুক্তিমূলক ভারত গড়ে তুলব। ভারত আবারও জয়ী হলো। #বিজয়ীভারত।"
এ পর্যন্ত পাওয়া ভোটের ফলাফলে দেখা যাচ্ছে, এনডিএ ৩৩৮টি আসন পেয়েছে। এর মধ্যে বিজেপি এককভাবেই পেয়েছে ২৮৯টি আসন। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি ২৮২টি আসন পেয়েছিল।
মতামত দিন