ভারতের লোকসভা নির্বাচনকে ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক উত্তাপকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছেন ঐ কংগ্রেস নেতা
ভারতে লোকসভা নির্বাচনের সময় এগিয়ে আসার সাথে সাথে দেশটিতে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। প্রতিনিয়তই রাজনৈতিক নেতারা বিভিন্ন অনুষ্ঠান একে অন্যকে কথার বাণে পর্যুদস্ত করার চেষ্টা করছেন।
তবে এবার এই রাজনৈতিক উত্তাপকে এক ভিন্ন মাত্রায় নিয়ে গেছেন এক কংগ্রেস নেতা। একটি টেলিভিশন চ্যানেলের টক শোতে অংশ নিয়ে এক বিজেপি নেতাকে একটি পানি ভর্তি গ্লাস ছুড়ে মেরেছেন ঐ কংগ্রেস নেতা। এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়ে দেশটির রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
ভিডিওটিতে দেখা যায়, নিউজ ২৪ নামের একটি বেসরকারি চ্যানেলের একটি টকশোতে কংগ্রেস নেতা অলোক শর্মাকে বেশ কয়েকবার বেঈমান (গাদ্দার) বলে অভিহিত করেন বিজেপি নেতা কেকে শর্মা। এর এক পর্যায়ে হিতাহিত জ্ঞানশূণ্য হয়ে কেকে শর্মার দিকে একটি পানি ভর্তি গ্লাস ছুড়ে মারেন অলোক।
এসময় গ্লাসের পানি অনুষ্ঠানের উপস্থাপক গায়ে পড়লে তিনি সম্পূর্ণ ভিজে যান। তবে, পানি ভর্তি গ্লাস ছুড়ে মারার ঘটনায় কেউ আহত হননি। অলোক শর্মাকে এই কাজের জন্য বিজেপি নেতার কাছে ক্ষমা চাওয়ার অনুরোধ করেন উপস্থাপক। তবে, নিজের জায়গায় অটল থেকে উল্টে বিজেপি নেতা কেকে শর্মাকে বারবার বেঈমান বলার জন্য ক্ষমা প্রার্থনা করার দাবি তোলেন অলোক।
মতামত দিন