অন্যান্য প্রত্যক্ষদর্শীরাও জানান, লিনউড মসজিদের ওই তরুণ খাদেম যদি হামলাকারীর বিরুদ্ধে রুখে না দাঁড়াতেন, তাহলে সেখানে নিহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারত
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের লিনউড মসজিদে হামলাকারীকে রুখে দিয়ে বহু মানুষের প্রাণ বাঁচিয়েছেন মসজিদটির এক তরুণ খাদেম।
ওই মসজিদ থেকে বেঁচে ফিরে আসা সৈয়দ মাজহারিউদ্দিন দেশটির গণমাধ্যম নিউজিল্যান্ড হেরাল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন তরুণ ওই খাদেমের অবিশ্বাস্য সাহসিকতার সেই গল্প।
জুম্মার নামাজ পড়তে লিনউডের মসজিদে গিয়েছিলেন মাজহারিউদ্দিন। তিনি বলেন, "মোটামুটি ৬০ থেকে ৭০ জন ওই সময় মসজিদে ছিলেন। হঠাৎ গুলির শব্দ শুরু হলে লোকজন আতঙ্কে ছুটোছুটি শুরু করে। আমি তখন লুকিয়ে পড়ার জায়গা খুঁজছিলাম। সবাই ভয়ে চিৎকার করছিল। দেখলাম এক লোক মসজিদের দরজা দিয়ে ঢুকল।”
"সামরিক কায়দার ক্যামোফ্লাজড গিয়ার পরিহিত ওই হামলাকারী তখন নির্বিচারে গুলি করছিল। দরজার কাছেই ছিলেন বয়স্ক কয়েকজন। হামলাকারী তাদের দিকেও গুলি চালায়। এসময়েই ওই তরুণ খাদেম বন্দুকধারীর বিরুদ্ধে রুখে দাঁড়ান", যোগ করেন তিনি।
মাজহারিউদ্দিন নিউজিল্যান্ড হেরাল্ডকে আরও বলেন, "সুযোগ বুঝে এগিয়ে গিয়ে ও হামলাকারীর ওপর ঝাঁপিয়ে পড়ে আর হাত থেকে বন্দুকটা কেড়ে নেয়। তারপর সে হামলাকারীকেও ধরার চেষ্টা করে, কিন্তু অস্ত্রের ট্রিগারটা সে খুঁজে পাচ্ছিল না"।
এসময় ওই তরুণ হামলাকারীকে ধরার চেষ্টা করলেও হামলাকারীর জন্য মসজিদের বাইরে গাড়ি নিয়ে অপেক্ষা করছিল কয়েকজন। এই গাড়িতে উঠেই পালিয়ে যায় ওই হামলাকারী। এতে বেঁচে যায় বহু মানুষের প্রাণ, জানান মাজহারিউদ্দিন।
শুধু তিনিই নন লিনউড মসজিদে হামলার অন্যান্য প্রত্যক্ষদর্শীরাও জানান, লিনউড মসজিদের ওই তরুণ খাদেম যদি হামলাকারীর বিরুদ্ধে রুখে না দাঁড়াতেন, তাহলে সেখানে নিহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারত।
উল্লেখ্য, ক্রাইস্টচার্চের ২টি মসজিদে বন্দুক হামলায় মোট নিহতের সংখ্যা ৪৯ জন হলেও লিনউড মসজিদে হামলায় মারা গেছেন ৭ জন।
মতামত দিন