এই আফিম পাখিগুলোকে তাৎক্ষণিক শক্তি দেয়।
ভারতের মধ্য প্রদেশ রাজ্যে আফিম চাষীদের ফসলের ক্ষতি করছে ঝাঁকে ঝাঁকে মাদকাসক্ত টিয়াপাখি। কৃষকরা বলছেন অনাবৃষ্টির মৌসুমের পর টিয়া পাখিদের এমন দৌরাত্মে তাদের ফলনের ওপর বিরুপ প্রভাব ফেলছে।
সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, চাষ করা আফিমের ফুল থেকে রস খেয়ে যাচ্ছে টিয়া পাখিরা। এতে তারা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। আর নেশাগ্রস্থ হয়ে পড়ছে পাখিগুলো।
এদিকে পাখিদেরকে লাউডস্পিকার বাজিয়ে ভয় দেখিয়ে নিবৃত্ত করা চেষ্টা করা হয়। তবে তা বিফল হয়েছে বলে জানিয়েছে কৃষকরা। কর্তৃপক্ষও নাকি এ বিষয়ে কোনো সাহায্যই করেনি।
কৃষকরা আরও জানান, ওষুধ তৈরিকারী একটি প্রতিষ্ঠানের কাছে তাদের ফসল সরবরাহ করেন। তাদের কাছে আফিম চাষের লাইসেন্সও রয়েছে।
#WATCH: Parakeets destroy opium crops in Neemuch, Madhya Pradesh pic.twitter.com/nURIGDoraL
— ANI (@ANI) February 25, 2019
এ নিয়ে সংবাদমাধ্যম এশিয়ান নেটওয়ার্ক নিউজ টুইটারে একটি ভিডিও টুইট পোস্ট করেছে। যেখানে দেখা যায় যে কয়েকটি পাখি একটি পপি ফুল মুখে নিয়ে উড়ে যাচ্ছে।
নন্দকিশোর নামে একজন কৃষক এনডিটিভিকে জানান, তীব্র শব্দ করে বা মশাল জ্বালিয়েও পাখিদের নিবৃত্ত করা সম্ভব হয়নি। একটি পপি ফুল থেকে ২০-২৫ গ্রাম আফিম হয়। কিন্তু বড় এক দল টিয়া পাখি দিনে ৩০-৪০ বার এইসব গাছ থেকে ফুল খেয়ে যায় এবং কোনো কোনো পাখি পপি ফুলের কলিও নিয়ে যায়।
মান্দসাওরের হর্টিকালচার কলেজের আর এস চুন্দাওয়াত ডেইলিমেইলকে জানান, এই আফিম পাখিগুলোকে তাৎক্ষণিক শক্তি দেয় - ঠিক যেমনটি মানুষের ক্ষেত্রে ঘটে চা বা কফি খাওয়ার পর।
মতামত দিন