"মোদির নেতৃত্বে সোনার বাংলা নির্মাণ করা হবে"
ভারতের ক্ষমতাসীন দল বিজেপি'র সভাপতি অমিত শাহ বলেছেন, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তার দল জিতলে রাজ্যের প্রতারিতদের অর্থ ফেরত দেবে তার সরকার৷ মঙ্গলবার (২৯ জানুয়ারি) পশ্চিমবঙ্গের কাঁথিতে এক জনসভায় বক্তৃতাকালে এমন আশ্বাস দেন তিনি।
পশ্চিমবঙ্গের জনগণের প্রতি আহ্বান জানিয়ে অমিত শাহ বলেন, আসন্ন নির্বাচনে বিজেপিকে সুযোগ দিলে মোদির নেতৃত্বে সোনার বাংলা নির্মাণ করা হবে।
প্রাদেশিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছবি আঁকা নিয়ে তৃণমূল কংগ্রেসের সমালোচনা করেন বিজেপির শীর্ষ নেতা। তার অভিযোগ, মমতার আঁকা ছবি যে কোনও শিল্পীর আঁকা ছবির চেয়ে বেশি দামে বিক্রি হয়েছে৷ তা কিনেছে প্রতারক চক্রের হোতারা। তাই মমতার সরকারের পুলিশের পক্ষে কখনোই বেআইনি অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানের মালিকদের বিচার করা সম্ভব না৷
এদিনের সভায় কেবল তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জিকেই নয় ভারতীয় কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধীরও সমালোচনা করেন বিজেপি সভাপতি। গান্ধী পরিবারের বিরুদ্ধেও দুর্নীতিতে মদদের অভিযোগ আনেন তিনি।
মতামত দিন