আনুমানিক ৩০০ ব্যক্তি এখনও নিখোঁজ রয়েছেন
ব্রাজিলের দক্ষিণপূর্বাঞ্চলে একটি খনির বর্জ্য আটকানোর বাঁধ ধসের ঘটনায় শনিবার (২৭ জানুয়ারি) নিহতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। উদ্ধারকারীরা হেলিকপ্টার ব্যবহার এবং গভীর কাদার নিচ থেকে লাশ উদ্ধারে কাজ করে যাচ্ছেন বলে এএফপির একটি খবরে বলা হয়েছে।
আনুমানিক ৩০০ ব্যক্তি এখনও নিখোঁজ রয়েছেন। বৃষ্টির কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে এবং কর্তৃপক্ষের আশঙ্কা নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
মিনাস গেরাইস রাজ্যের গভর্নর রোমিও জেমা অঙ্গীকার করেছেন যে যারা ঘটনার জন্য দায়ী তাদের শাস্তি হবে।
শুক্রবার ব্রাজিলিয়ান খনি কোম্পানি ভ্যালের কর্মীরা দুপুরের খাবার খাওয়ার সময় বাঁধটি ধসে যায়। এ সময় প্রায় ৩০০ কর্মী সেখানে ছিলেন। ধসের ঘটনায় ছড়িয়ে পড়া বিপুল কাদার স্তুপের নিচে খনির বিভিন্ন অবকাঠামো ও আশপাশের এলাকা চাপা পড়ে।
ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারো ও অন্য কর্মকর্তারা এ ঘটনাকে 'দুঃখজনক' হিসেবে বর্ণনা করেছেন।
মিনাস গেরাইস ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, শনিবার বিকাল পর্যন্ত ৪০টি লাশ উদ্ধার করার পাশাপাশি ২৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ দিন সকালের দিকে ৪৩ জনকে জীবিত উদ্ধার করা হয়।
খনি কোম্পানি ভ্যালে এক বিবৃতিতে জানিয়েছে, দুই শতাধিক শ্রমিক এখনও নিখোঁজ রয়েছেন। অন্যদিকে ফায়ার সার্ভিসের অনুমান, মোট নিখোঁজের সংখ্যা ৩০০ হতে পারে।
ভ্যালের সিইও বলেছেন, তিনি জানেন না কী কারণে ধসের ঘটনা ঘটেছে।
মতামত দিন