প্রতিষ্ঠানটির সিঙ্গেল নারী কর্মীরা ‘ডেটিং’-এর জন্য বিশেষ ছুটি পাবেন
ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে নববর্ষ পালিত হয় চীনে। নতুন বছরকে স্বাগত জানানোর এই উৎসব ‘স্প্রিং ফেস্টিভ্যাল’ হিসেবেও পরিচিত। প্রচলিত রীতি অনুযায়ী, এই উৎসবে কর্মীদের বিভিন্ন উপহার দিয়ে থাকে চীনা প্রতিষ্ঠানগুলো। সেই রীতি অনুযায়ী এবার একটু ভিন্ন ধরনের উপহারের ঘোষণা দিয়েছে দেশটির একটি প্রতিষ্ঠান।
জানা গেছে, প্রতিষ্ঠানটির ৩০ বছরের বেশি বয়সী সিঙ্গেল নারী কর্মীরা ‘ডেটিং’-এর জন্য বিশেষ ছুটি পাবেন। হাংঝাউয়ের সংচেঞ্জ নামের প্রতিষ্ঠানটি তাদের নারী কর্মীদের জন্য এই বিশেষ ছুটির ব্যবস্থা করেছে। স্প্রিং ফেস্টিভ্যালের ছুটি ছাড়াও অতিরিক্ত আট দিন ছুটি পাবেন তাদের সিঙ্গেল নারী কর্মীরা।
এই ছুটির স্লোগান হিসেবে সংচেঞ্জ লিখেছে, ‘গো হোম অ্যান্ড ডেট’। অর্থাৎ বাড়ি গিয়ে ডেটিং করো। যদিও এই ঘোষণা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে দেশটির বিভিন্ন মহলে।
চীনের সিভিল অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ২০১৩ সাল থেকে চীনে ক্রমশ কমছে বিয়ে করার প্রবণতা। তাই কাজের প্রবল চাপের মধ্যেও বিপরীত লিঙ্গের সঙ্গে একটু ঘনিষ্ঠ হওয়ার সুযোগ করে দিতেই এই পরিকল্পনা নিয়েছে প্রতিষ্ঠানটি।
মতামত দিন