অচেনা রাস্তা হওয়ায় গুগল ম্যাপ দেখে গাড়ি চালাচ্ছিলেন তারা
গুগল ম্যাপ দেখে গাড়ি চালানোর সময় ভারতের কেরালায় ৩০ ফুট গভীর খাদে পড়ে আহত হয়েছে তিন জন। তিন জনই বুকে ও মাথায় আঘাত পেয়েছেন।
স্থানীয় গণমাধ্যমের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে কেরালার পালামট্টম-অবলিচল রোডের ইনজাথোট্টির কাছে ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনাগ্রস্ত তিন যাত্রী গোকুলদাস, ইসাহক এবং মুস্তফা ত্রিশূরের ওয়াক্কানচেরির বাসিন্দা। ত্রিশূর থেকে মুন্নার যাওয়ার জন্য সংক্ষিপ্ত একটি রাস্তায় যাচ্ছিলেন তারা। অচেনা রাস্তা হওয়ায় গুগল ম্যাপ দেখে গাড়ি চালাচ্ছিলেন তারা।
দুর্ঘটনার ধাক্কা কাটিয়ে উঠে ওই যুবকরা জানিয়েছেন, পালামট্টম-অবলিচল রোড ধরে যাওয়ার সময় হঠাৎ মাঝ রাস্তার উপর একটি বিশাল খাদ নজরে আসে তিন জনের। কিন্তু তখন খাদের প্রায় কিনারায় চলে এসেছে গাড়ি। চালকের আসনে থাকা যুবক ব্রেক কষে গাড়ি থামানোর চেষ্টা করেও ব্যর্থ হন। নিয়ন্ত্রণ হারিয়ে তিন জনকে নিয়েই গাড়িটি পড়ে যায় ওই খাদে। তার মধ্যে প্রায় আট ফুট গভীর পানি ছিল। তবে দুর্ঘটনার ফলে গাড়ির দরজা খুলে যাওয়ায় তিন জনই গাড়ি থেকে বেরিয়ে আসতে সক্ষম হন।
সেসময় একটি রাবার কারখানা থেকে কাজ করে বাইকে ফিরছিলেন ছয়জন। তারাই তিন যুবককে উদ্ধার করে স্থানীয় একটি বাড়িতে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে পাঠান তারা।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, খাদের ওই জায়গায় একটি ব্রিজ ছিল। কিছুদিন আগেই সেটি ভেঙে নতুন করে তৈরির সিদ্ধান্ত নেয় স্থানীয় গ্রাম পঞ্চায়েত। স্থানীয়দের অভিযোগ, ব্রিজ ভাঙা হলেও রাস্তার দু’দিকে ঠিকমতো সতর্কবার্তা দেওয়া হয়নি। এ কারণে সেখানে প্রায়ই ছোটখাট দুর্ঘটনা ঘটতে দেখা গেছে। এমনকি, এই দুর্ঘটনার কিছুক্ষণ পরেই আরও একটি গাড়ি গুগল ম্যাপ দেখে ওই গর্তের কাছে চলে আসে।
মতামত দিন