ভারতে গত কয়েক বছরে গোহত্যাকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় বহু মুসলিম নাগরিকের মৃত্যু হলেও এইবারই প্রথম কোন পুলিশ সদস্যের মৃত্যু হলো
ভারতের উত্তর প্রদেশে তথাকথিত গোহত্যাকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতার ঘটনায় এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার দেশটির বুলন্দশহরে এই ঘটনা ঘটেছে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির একটি খবরে বলা হয়েছে।
জানা গেছে, তথাকথিত গোহত্যাকে কেন্দ্র করে সহিংস বিক্ষোভে নামে ভারতের কট্টরপন্থী হিন্দুত্ববাদী গোষ্ঠী বজরং দলের সমর্থকেরা। তারা স্থানীয় থানার সামনে জড়ো হয়ে পাথর ছুড়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রকাশ করতে থাকেন। এসময় তারা থানার আশেপাশে থাকা প্রায় ২৫টি মোটরসাইকেলে আগুন দেয়।
তাদেরকে প্রতিহত করতে গেলে বিক্ষোভকারীদের ছোঁড়া গুলিতে নিহত হন সিনিয়র পুলিশ কর্মকর্তা সুবোধ কুমার সিং। এছাড়াও এই সংঘর্ষের ঘটনায় ১৮ বছরের আরও এক যুবক নিহত হয়েছেন।
এই সহিংসতার ঘটনায় বজরং দলের স্থানীয় নেতা যোগেশ রাজকে প্রধান অভিযুক্ত করে মামলা করছে পুলিশ কর্তৃপক্ষ। ইতোমধ্যেই ৩ জন অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। তবে, মামলার প্রধান অভিযুক্ত এখনও পলাতক রয়েছেন বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।
উল্লেখ্য, ভারতে গত কয়েক বছরে গোহত্যাকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় বহু মুসলিম নাগরিকের মৃত্যু হলেও এইবারই প্রথম কোন পুলিশ সদস্যের মৃত্যু হল।
এদিকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ইতিমধ্যেই ওই নিহত পুলিশ কর্মকর্তা সুবোধ কুমার সিংয়ের পরিবারের জন্য মোট পঞ্চাশ লক্ষ রুপির ক্ষতিপূরণ ও পরিবারের একজনের জন্য সরকারি চাকরির কথা ঘোষণা করেছেন। তবে, নিহতের পরিবারের পক্ষ থেকে টাকার বদলে অভিযুক্তদের ফাঁসির দাবী করা হয়েছে
মতামত দিন