কর্মকর্তাদের ধারণা, বন্দুকধারীর সঙ্গে সম্পর্ক ছিল এমন এক নারীর ওপর হামলা চালাতে সে ওই হাসপাতালে প্রবেশ করেছিল।
যুক্তরাষ্ট্রের শিকাগোর একটি হাসপাতালে বন্দুকধারীর গুলিতে হাসপাতালটির দুই নারী কর্মী, এক পুলিশ কর্মকর্তা এবং বন্দুকধারী নিজে নিহত হয়েছেন।
সোমবার (১৯ নভেম্বর) স্থানীয় সময় বিকাল প্রায় ৩টার দিকে শিকাগোর মার্সি হাসপাতালে এ ঘটনা ঘটে। খবর বিবিসির।
শিকাগো শহরের মেয়র রাহম ইমানুয়েল জানিয়েছেন, হাসপাতালটির যে দুই স্টাফ নিহত হয়েছেন তাদের একজন চিকিৎসক ও অপরজন ফার্মাসিউটিক্যাল সহকারী।
পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, বন্দুকধারী গুলি বিনিময়ে নিহত হয়েছেন; তবে সে আত্মহত্যা করেছে কি না তা এখনও নিশ্চিত নয়।
আরেক পুলিশ কর্মকর্তাকে লক্ষ্য করে গুলি করা হলেও গুলি তার বন্দুকে লাগায় তিনি বেঁচে যান, জানিয়েছে পুলিশ।
কর্মকর্তাদের ধারণা, বন্দুকধারীর সঙ্গে সম্পর্ক ছিল এমন এক নারীর ওপর হামলা চালাতে সে ওই হাসপাতালে প্রবেশ করেছিল, তবে বন্দুকধারীর উদ্দেশ্য সম্পর্কে কিছু বলেননি তারা।
মেয়র ইমানুয়েল বলেছেন, “শিকাগো একজন চিকিৎসক, একজন ফার্মাসিউটিক্যাল সহকারী ও এক পুলিশ কর্মকর্তাকে হারিয়েছে। এ ঘটনায় আমাদের শহর কাঁদছে। এটিই অনিষ্টকারির চেহারা ও তার পরিণতি।”
পুলিশ জানায়, একে অন্যকে চিনতো এমন ব্যক্তিদের মধ্যে গোলাগুলি শুরু হয়। হাসপাতালের গাড়ির পার্কের জায়গায় এই ঘটনার সূত্রপাত।
বন্দুকধারী প্রথমে একজন নারীর দিকে গুলি ছোড়ে যাকে সে চিনতো বলে ধারণা করা হচ্ছে। এরপর হাসপাতাল ভবনের দিকে আগায়। তাকে একাধিক পুলিশ তখন অনুসরণ করতে থাকে। তখন আরও গোলাগুলি চলতে থাকে।
ঘটনার সময় মার্সি হাসপাতাল দ্রুত খালি করে ফেলা হয়। সশস্ত্র পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে।
পরে হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে কয়েক ডজন রোগীর নিরাপত্তা নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, স্যামুয়েল জিমেনেজ নামের এক পুলিশ কর্মকর্তাকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
পুলিশ সুপারিনটেন্ডেন্ট এডি জনসন বলেন, “আজ যেসব অফিসাররা পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল তারা অনেকগুলো জীবন বাঁচিয়েছে”
বন্ধুকধারী সম্পর্কে তিনি আরও বলেন, “লিফট থেকে এক নারীকে বের হয়েছিলেন, তিনি কিছুই করেননি, তবুও তাকে সে গুলি করে। আমরা জানিনা কতটা ক্ষতি করার প্রস্তুতি সে নিয়েছিল।”
মতামত দিন