বুধবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের উত্তর-পশ্চিমাঞ্চলীয় থাউস্যান্ডস ওক এলাকার বর্ডারলাইন রেস্তোরাঁয় বন্দুক হামলায় ১১ জন নিহত হন
গত বছর লাস ভেগাসে ঘটে যাওয়া যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্দুক হামলায় বেঁচে যাওয়া এক ব্যক্তি গত বুধবার ক্যালিফোর্নিয়ার হামলায় নিহত হয়েছেন বলে নিহতের পরিবার থেকে জানানো হয়েছে। নিহত ঐ ব্যক্তির নাম টেলেমাচুস ওরফানোস বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
উল্লেখ্য, বুধবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের উত্তর-পশ্চিমাঞ্চলীয় থাউস্যান্ডস ওক এলাকার বর্ডারলাইন রেস্তোরাঁয় বন্দুক হামলায় ১১ জন নিহত হন। এর মধ্যে একজন হলেন ২৭ বছর বয়সী টেলিম্যাকাস ওরফানোস। ক্যালিফোর্নিয়াতেই তিনি তার পরিবারের সাথে বসবাস করতেন।
এর আগে, গত বছর লাস ভেগাসে বন্দুক হামলার ঘটনাস্থলেও উপস্থিত ছিলেন ওরফানোস। ঐ ঘটনায় ৫৮ জন নিহত হলেও সবার বেঁচে গিয়েছিলেন তিনি।
ওরফানোসের মা বলেন, "লাস ভেগাসে আমার ছেলে অনেক বন্ধুকে নিয়ে ছিল। কিন্তু ওই দিন সে ফিরে আসে। কিন্তু গত রাতে সে ফিরে আসেনি।"
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমি প্রার্থনা চাই না, আমি সহানুভূতি চাই না, আমি আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ চাই।"
“I hope to God no one sends me anymore prayers. I want gun control. No more guns!” - mother of shooting victim Telemachus Orfanos. She says he survived the #LasVegasShooting but did not survive the #ThousandOaksMassacre. @ABC7 @ABCNewsLive pic.twitter.com/UMqTY1RATK
— Veronica Miracle (@ABC7Veronica) November 8, 2018
ওরফানোসের বাবা বলেন, "আধুনিক ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর হামলা বেঁচে গেলেও আমার ছেলেকে নিজের শহরেই মরতে হলো।"
উল্লেখ্য, থাউস্যান্ডস ওক শহরটিকে যুক্তরাষ্ট্রের তৃতীয় সর্বোচ্চ নিরাপদ শহর হিসেবে একটি জরিপে উল্লেখ করা হয়েছিল। তবে, সেই নিরাপদ শহরেই ভাগ্যের নির্মম পরিহাসে মরতে হলো টেলিম্যাকাস ওরফানোসকে।
মতামত দিন