আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (এএসআই) জানায়, তৎকালীন পাঞ্জাবের শাসক মহারাজা রণজিৎ সিংয়ের উত্তরাধিকারীরা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কোহিনুর উপহার দিয়েছিল
'কোহিনুর' ব্রিটিশরা কেড়ে নেয়নি, ২১.১২ গ্রাম ওজনের বিশ্বের অন্যতম বৃহৎ এই কাটা হীরক খন্ডটি লাহোরের তৎকালীন মহারাজা ইংল্যান্ডের রানীর কাছে এটি সমর্পণ করেছিলেন।
আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (এএসআই) জানায়, তৎকালীন পাঞ্জাবের শাসক মহারাজা রণজিৎ সিংয়ের উত্তরাধিকারীরা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কোহিনুর উপহার দিয়েছিল।
পাঞ্জাবের লুধিয়ানার এক বাসিন্দার তথ্য অধিকার আইনে করা আবেদনের পরিপ্রেক্ষিতে এএসআই এ তথ্য দিয়েছে বলে খবর প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া।
তবে, এবিষয়ে সরকারের যে বক্তব্য রয়েছে তাতে ভিন্নমত পোষণ করে এএসআই জানায়, আসলে হীরাটি লাহোরের মহারাজা ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার কাছে বাধ্য হয়ে ‘সমর্পণ’ করেছিলেন।
সরকার আদালতকে জানিয়েছিল, অ্যাংলো-শিখ যুদ্ধের খরচ মেটানোর জন্য মহারাজা রণজিৎ সিংয়ের স্বজনরা ‘স্বেচ্ছায় ক্ষতিপূরণ’ হিসেবে হীরাটি ব্রিটিশদের দিয়েছিল।
কোহিনুর হীরাটি কিসের ভিত্তিতে যুক্তরাজ্যে স্থানান্তর হয়েছে তা জানতে সমাজকর্মী রোহিত সাবারওয়াল তথ্য অধিকার আইনে আবেদন করেছিলেন।
কোহিনুর, যার অর্থ হলো ‘আলোর পাহাড়’, একটি বৃহৎ বর্ণহীন হীরা। ১৪শতকে দক্ষিণ ভারতে এটি পাওয়া যায়। এই মহামূল্যবান রত্নটি ঔপনিবেশিক যুগে ব্রিটিশদের হস্তগত হয়, যার মালিকানা নিয়ে ঐতিহাসিকভাবে বিরোধ চলছে এবং ভারতসহ কমপক্ষে চার দেশ এর মালিকানার দাবিদার।
মতামত দিন