‘প্রত্যেক অবৈধ অভিবাসী বাংলাদেশীকে খুঁজে বের করে দেশ থেকে এক এক করে বের বের দিতে হবে আমাদের।’
ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সভাপতি অমিত শাহ দেশটিতে অবস্থানরত বাংলাদেশী অভিবাসীদের ‘ঘুণপোকা’ বলে মন্তব্য করেছেন। এসব বাংলাদেশীদের চিহ্নিত করে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার কথাও জানান তিনি।
টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনের বরাতে জানা গেছে, শনিবার(২২ সেপ্টেম্বর) ভারতের রাজস্থানের সাওয়াই মাধোপুর জেলার এক জনসভায় এই মন্তব্যগুলো করেন তিনি।
এ সময় অমিত শাহ আসাম রাজ্যের জাতীয় নাগরিক তালিকার (এনআরসি) বিষয়টি উল্লেখ করে আরও বলেন, “বিজেপি সরকারের এনআরসি তালিকায় প্রায় ৪০ লাখ অবৈধ অভিবাসী চিহ্নিত হয়েছে। সরকার এভাবেই ভারতে অবস্থানরত প্রত্যেক অনুপ্রবেশকারী অভিবাসীকে চিহ্নিত করবে।”
প্রসঙ্গত, চলতি বছরের জুলাই মাসে এনআরসি’র প্রকাশিত দ্বিতীয় খসড়ায় নাম নেই ৪০ লাখ বাসিন্দার। এদের অধিকাংশই কয়েক প্রজন্ম ধরে আসামে বসবাস করছেন। বর্তমানে দেশটির হরিয়ানা ও ওডিশাতেও এনআরসি করার দাবি উঠেছে। এমনকি ভারতের ঝাড়খন্ড রাজ্যেও এনআরসি করার দাবি তুলেছেন ওই প্রদেশের মুখ্যমন্ত্রী রঘুবর দাস।
এ প্রসঙ্গে ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাস বলেছেন, “এই বিষয়ে ক্ষমতাসীন বিজেপির মত পরিস্কার। প্রত্যেক অবৈধ অভিবাসী বাংলাদেশীকে খুঁজে বের করে দেশ থেকে এক এক করে বের বের দিতে হবে আমাদের।”
মতামত দিন