ত্রিপোলি বিমানবন্দরে থাকা বিমানগুলো এখন মিসরাতায় নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।
লিবিয়ার রাজধানী ত্রিপোলির একমাত্র সক্রিয় বিমানবন্দরে গতরাতে রকেট হামলা চালানো হয়েছে। এতে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। বুধবার বিমানবন্দর সূত্র ঘটনাটি সম্পর্কে নিশ্চিত করেছে।
বার্তা সংস্থা এএফপি এক সূত্রের বরাতে জানিয়েছে, ত্রিপোলি ও পার্শ্ববর্তী এলাকাগুলোতে প্রতিদ্বন্দ্বী জঙ্গিদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের কারণে মিতিগা আন্তর্জাতিক নামের ওই বিমানবন্দরটি দীর্ঘদিন বন্ধ রাখা হয়েছিল।
পরবর্তীতে কয়েকদিন আগেই মিতিগা আন্তর্জাতিক বিমানবন্দরটি পুনরায় চালু করা হয়। সক্রিয় করার কয়েকদিনের মধ্যেই বিমানবন্দরটিতে এ হামলা চালানো হয়। সূত্রটি আরও জানায়, হামলার কারণে লিবিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটের গতিপথ পরিবর্তন করে মিসরাতা বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। ওই বিমানবন্দরটিতে রাজধানী থেকে প্রায় ২০০ কিলোমিটার পূর্বে অবস্থিত।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ত্রিপোলি বিমানবন্দরে থাকা বিমানগুলো এখন মিসরাতায় নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। উল্লেখ্য, জাতিসংঘের মধ্যস্থতায় সশস্ত্র দলগুলোর মধ্যে একটি অস্ত্রবিরতি চুক্তির পর শুক্রবার বিমানবন্দরটি পুনরায় চালু করা হয়েছিল।
মতামত দিন