মুম্বাই পুলিশ ভিডিওর ক্যাপশনে লিখেছে, ‘‘ভিডিওটি মজার, কিন্তু বাস্তবে এর ফল ততটা মজার নয়।’’
মুম্বাইতে একটি সুপার মার্কেটের বিলিং কাউন্টারে এক পকেটমার মানিব্যাগ চুরি করতে যাচ্ছিল লাইনে দাঁড়ানো এক ব্যক্তির কাছ থেকে। কিন্তু সিসিটিভি ক্যামেরার দিকে নজর পড়তেই আবার মানিব্যাগটি ফিরিয়ে দেয় সেই যুবক।
সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া ভিডিওটি টুইটারে পোস্ট করেছে মুম্বাই পুলিশ।
ভিডিওতে দেখা যায়, সুপার মার্কেটের বিলিং লাইনে দক্ষ হাতে একজনের পকেট থেকে মানিব্যাগ তুলে নিলেন এক যুবক। কিন্তু তার পরেই তিনি খেয়াল করলেন, সিসিটিভি ক্যামেরায় তা ধরা পড়েছে। পরে ক্যামেরার লেন্সের দিকে তাকিয়ে লজ্জার ভঙ্গিমায় নমস্কার করে চুরি করা সেই ব্যাগ মালিকের হাতে তুলে দেন। এমন ভাব করে সে দেয় যেন ব্যাগটা পড়ে গিয়েছিল আর সেটি কুড়িয়ে পেয়েছে সে।
মুম্বাই পুলিশ ভিডিওর ক্যাপশনে লিখেছে, ‘‘ভিডিওটি মজার, কিন্তু বাস্তবে এর ফল ততটা মজার নয়।’’
The video is funny, but the consequences in reality will be quite serious! #EyeOpenersForYou pic.twitter.com/rcQqypvsqF
— Mumbai Police (@MumbaiPolice) August 20, 2018
মতামত দিন