গত এপ্রিল মাসে আইসিসির প্রধান কৌসুলি ফাতৌ বেনসুদা আদালতের কাছে রোহিঙ্গাদের যেভাবে মিয়ানমার থেকে বিতাড়ন করা হয়েছে সেটির তদন্ত করার এখতিয়ার আন্তর্জাতিক অপরাধ আদালতের রয়েছে কিনা তা জানতে চেয়েছিলেন। যার প্রেক্ষিতে এই রায়ের ঘোষণা দেওয়া হয়।
মায়ানমারে রোহিঙ্গাদের উপর মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্তের অধিকার তাদের আছে বলে রায় প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।
নেদারল্যান্ডস-এর দ্য হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রি-ট্রায়াল চেম্বার এই রায় ঘোষণা করে।
রায়ে বলা হয়েছে, ‘রোহিঙ্গাদের মায়ানমার থেকে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেয়া এবং এর সাথে সংশ্লিষ্ট মানবতা-বিরোধী অপরাধের অভিযোগ তদন্ত করার কর্তৃত্ব আদালতের রয়েছে’।
উল্লেখ্য, গত এপ্রিল মাসে আইসিসির প্রধান কৌসুলি ফাতৌ বেনসুদা আদালতের কাছে রোহিঙ্গাদের যেভাবে মিয়ানমার থেকে বিতাড়ন করা হয়েছে সেটির তদন্ত করার এখতিয়ার আন্তর্জাতিক অপরাধ আদালতের রয়েছে কিনা তা জানতে চেয়েছিলেন। যার প্রেক্ষিতে এই রায়ের ঘোষণা দেওয়া হয়।
এর আগে, আইসিসির প্রধান কৌসুলির আদালতের কাছে রোহিঙ্গাদের উপর মানবতা-বিরোধী অপরাধের অভিযোগ তদন্তের অনুমতির আবেদনের প্রেক্ষিতে গত মে মাসে বাংলাদেশ এবং জুন মাসে মায়ানমারের কাছে এই বিষয়ে মতামত জানতে চায় আইসিসি। জবাবে, আইসিসির এই কর্মকান্ডকে এখতিয়ার বহির্ভূত বলে অভিহিত করে মায়ানমার।
প্রসঙ্গত, মায়ানমার আইসিসির সদস্য রাষ্ট্র নয়। এ প্রসঙ্গে রায়ে বলা হয়েছে, ‘মায়ানমার আন্তর্জাতিক আদালতের সদস্য না হলেও রোহিঙ্গাদের সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের কারণে ঘটনার একটি অংশ বাংলাদেশে সংগঠিত হয়েছে। ফলে রোম সনদ অনুযায়ী ঘটনার তদন্ত করার ক্ষমতা আদালতের রয়েছে’।
উল্লেখ্য, কিছুদিন আগেই জাতিসংঘের এক তদন্ত প্রতিবেদনে রোহিঙ্গাদের হত্যা, নির্যাতন, ধর্ষণ এবং বাড়ি-ঘরে অগ্নিসংযোগের অভিযোগে মায়ানমারের শীর্ষ ছয়জন সামরিক কর্মকর্তার তদন্ত এবং বিচার হওয়া উচিত বলে উল্লেখ করা হয়।
মতামত দিন