“আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।”
রোহিঙ্গা সঙ্কট নিয়ে প্রকাশিত বইয়ে ভুয়া ছবি প্রকাশের জন্য ক্ষমা চেয়েছে মায়ানমার সেনাবাহিনী। সেনাবাহিনীর তরফ থেকে বলা হয়েছে, ছবি দুটি তারা ‘ভুলবশত’ প্রকাশ করেছে।
মায়ানমার সেনাবাহিনীর মুখপাত্র মিন্দানাও ডেইলিতে সোমবার প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, “এই ভুলের জন্য পাঠক এবং ওই ছবি দুটির আলোকচিত্রীদের কাছে আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।”
বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা গেছে, রোহিঙ্গা সঙ্কটের আসল সত্য প্রকাশের ঘোষণা দেয় মিয়ানমারের সেনাবাহিনী এবং চলতি বছরের গত জুলাই মাসে বইটি প্রকাশ করে। সেখানে অন্য দেশের পুরোনো দুটি ছবি ব্যবহার করে রাখাইনের রোহিঙ্গা সম্পর্কে মিথ্যা তথ্য উপস্থাপন করা হয়। এ ছাড়াও ছবির ক্যাপশনে দেওয়া হয় ভুয়া তথ্য।
‘মিয়ানমারের রাজনীতি ও সেনাবাহিনী: প্রথম পর্ব’ নামের ওই বইটিতে গতবছরের অগাস্টের পর শুরু হওয়া সামরিক অভিযান নিয়ে সেনাবাহিনীর ভাষ্য তুলে ধরা হয়েছে। গত জুলাইয়ে ইংরেজি ও বর্মী ভাষায় বইটি প্রকাশ করে মিয়ানমারের সেনাবাহিনীর প্রচার শাখা ‘ডিপার্টমেন্ট অব পাবলিক রিলেশনস অ্যান্ড সাইকোলজিকাল ওয়ারফেয়ার’।
ওই বইয়ে রোহিঙ্গাদের নিয়ে ভুয়া ছবি প্রকাশের বিষয়টি তুলে ধরে গত শুক্রবার বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছিল বার্তা সংস্থা রয়টার্স।
মতামত দিন