দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক জানিয়েছেন, পাঁজরের দু’টি হাড় ভাঙার পাশাপাশি রক্ত জমাট বেঁধেছে মাথায়।
রাজনীতির ভেতর ও বাইরে গরু বিষয়ক বক্তব্য করায় সিদ্ধহস্ত ভারতীয় রাজনৈতিক দল বিজেপির নেতারা। সেই গরুই কিনা কাল হয়ে দাঁড়ালো গুজরাতের সাংসদ লীলাধর বাঘেলার। সাবেক এই মন্ত্রীকে গুঁতিয়ে পাঁজড়ের হাড় ভেঙে দিয়েছে রাস্তায় চড়তে থাকা এক গরু।
দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক জানিয়েছেন, পাঁজরের দু’টি হাড় ভাঙার পাশাপাশি রক্ত জমাট বেঁধেছে মাথায়। তবে অবস্থা উন্নতির দিকে এগোচ্ছে বলে জানিয়েছে ওই হাসপাতালটির মেডিক্যাল বুলেটিন। এই ঘটনার পর থেকেই গাঁধীনগর পুর কর্পোরেশন রাস্তায় বেওয়ারিশ গরুগুলো ধরা শুরু করেছে।
লীলাধর গুজরাতের পাটন কেন্দ্রের লোকসভার সাংসদ এবং গুজরাতের প্রাক্তন মন্ত্রী। গাঁধীনগরের ২১ নম্বর সেক্টরে ৮৩ বছরের এই সাংসদের বাড়ির কাছেই রাস্তার একটি বেওয়ারিশ গরুকে রাতের রুটি খাওয়াতে গিয়েছিলেন। কিন্তু আচমকাই গরুটি তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে গুঁতোতে শুরু করে।
দুর্ঘটনার সাথে সাথেই সাংসদকে গাঁধীনগর সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শ্বাসকষ্ট বাড়তে থাকলে দ্রুত তাকে গাঁধীনগরের স্থানীয় বেসরকারি একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। বেসরকারি হাসপাতালটির কর্তৃপক্ষ মেডিক্যাল বুলেটিনে জানান, আইসিইউ-তে রেখে চিকিৎসা চলছে সাংসদের। ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠছেন।
অন্যদিকে, লীলাধরের ওপর এই গো-হামলার পরই পুলিশ-প্রশাসনে তোড়জোড় শুরু হয়ে যায়। জেলাপ্রশাসক তথা পুর কমিশনার এস কে লাঙ্গা রাস্তায় মালিকহীন এসকল গরুগুলো নিয়ন্ত্রণ করতে নির্দেশ দেয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয় গো-আটক অভিযান। এখন পর্যন্ত মালিকহীন ৪৪টি গরু ধরা হয়েছে বলে জানিয়েছে পর সভা।
মতামত দিন