আগামী ৩ সেপ্টেম্বরে সাংবাদিকদ্বয়ের বিরুদ্ধে রায় ঘোষণার দিন ধার্য করা হচ্ছে যেদিন কিনা জাতিসংঘের একটি তদন্ত দল রোহিঙ্গা সংকট নিয়ে তাদরে প্রতিবেদন উপস্থাপন করতে যাচ্ছে।
মিয়ানমারে আটক দুই রয়টার্স সাংবাদিকের বিরুদ্ধে রায় ঘোষণা স্থগিত করেছে ইয়াঙ্গুনের একটি আদালত। আজ (২৭ আগস্ট) রোহিঙ্গা গণহত্যার তথ্য সংগ্রহের সময় আটককৃত এই দুই সাংবাদিকের রায় ঘোষণার বিষয়টি পূর্বনির্ধারিত থাকলেও মামলার প্রধান বিচারকের অসুস্থতার কারণে তা ৩ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করেছে দেশটির বিচার বিভাগ।
গত বছর ১২ ডিসেম্বর পুলিশের সাথে সাক্ষাতের জন্য গেলে ওয়া লোন এবং কিয়াও সোয়ে ও’কে বন্দী করা হয়। পরে ব্রিটিশ উপনিবেশিক আমলের রাষ্ট্রীয় গোপনীয়তা আইনে রয়টার্সের এই দুই সাংবাদিকের নামে মামলা করা হয়। মামলায় তাদের অপরাধ প্রমাণিত হলে ১৪ বছরের কারাদণ্ড দেয়া হতে পারে।
আজ সোমবার বিচারক ইয়ে লুইনের এই মামলার রায় ঘোষণার কথা ছিল। তবে সংক্ষিপ্ত সময়ের জন্য রয়টার্সের সাংবাদিকদের শুনানিতে অংশ নেওয়া অপর বিচারক খিন মং মং এদিন আদালতে হাজির হয়ে বলেন, বিচারক ইয়ে লুইন অসুস্থ হওয়ায় আমি এখানে ঘোষণা করতে এসেছি যে আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত এই রায় ঘোষণা স্থগিত থাকবে।
চলতি বছরের জানুয়ারি থেকে ইয়াঙ্গুনের আদালতে ওই দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলার শুনানি চলছে। আদালতের স্বাক্ষ্যে ওই দুই সাংবাদিক ও এক পুলিশ কর্মকর্তা বলেছেন, রোহিঙ্গা গণহত্যা নিয়ে তথ্য সংগ্রহের সময় আটকাতে অথবা শাস্তি দিতে তাদের ফাঁদে ফেলেছে মিয়ানমার পুলিশ।
আট মাস ধরে চলা শুনানিতে ওয়া রোন ও কিয়াও সোয়ে ইন বলেছে আসছেন, যে দুই পুলিশ কর্মকর্তার সঙ্গে তারা সেদিন দেখা করতে গিয়েছিলেন তাদের সঙ্গে আগে কখনও সাক্ষাৎ হয়নি তাদের। ইয়াঙ্গুনের একটি রেস্টুরেন্টে ১২ ডিসেম্বর প্রথমবার দেখা করতে গেলে ওই দুই পুলিশ কর্মকর্তা তাদের হাতে রোল করা কিছু কাগজ ধরিয়ে দিয়ে তাৎক্ষণিকভাবে তাদের গ্রেফতার করে চোখ বেঁধে সাদা পোশাকের পুলিশের একটি গাড়িতে তোলা হয়।
আগামী ৩ সেপ্টেম্বরে সাংবাদিকদ্বয়ের বিরুদ্ধে রায় ঘোষণার দিন ধার্য করা হচ্ছে যেদিন কিনা জাতিসংঘের একটি তদন্ত দল রোহিঙ্গা সংকট নিয়ে তাদরে প্রতিবেদন উপস্থাপন করতে যাচ্ছে। একইদিনে নিউইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ মিয়ানমার বিষয়ে একটি সংবাদ সম্মেলন আয়োজন করার কথা রয়েছে।
মতামত দিন