বর্তমানে বিজেপি নেতা মদন লাল সাইনি’র বক্তব্য নিয়ে টুইটারে হাস্যকর মন্তব্য করছেন অসংখ্য মানুষ।
মুঘল সম্রাটকে টেনে ভুল বিবৃতি দিয়ে হাসির পাত্রে পরিণত হয়েছেন ভারতের রাজস্থানভিত্তিক বিজেপি নেতা মদন লাল সাইনি। সম্প্রতি ওই বিজেপি নেতা দাবি করেন, মুঘল সম্রাট বাবরকে সম্রাট হুমায়ুন পরামর্শ দিয়েছিলেন, সমগ্র ভারত শাসন করতে হলে বাবরের উচিত গরু, ব্রাহ্মণ এবং নারীদের সম্মান করা।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাও এক প্রতিবেদনে জানিয়েছে, সম্পূর্ণ তথ্যটি আদতে ভুল। কারণ সম্রাট হুমায়ুন রাজত্বে বসার প্রায় ২৫ বছর আগেই মুঘল সম্রাট বাবর মৃত্যুবরণ করেছিলেন।
অথচ বুধবার ভারতের জয়পুরের এক সভায় মদন বলেন, “যখন হুমায়ুন মৃত্যুশয্যায়, তখন তিনি বাবরকে ডাকেন এবং বলেন, ‘তুমি যদি ভারতে শাসন করতে চাও, তাহলে তিনটি বিষয় মনে রেখ : গরু, নারী এবং ব্রাহ্মন। কোনোভাবেই এদের অপমান করার চেষ্টা করো না। ভারত এটি সহ্য করবে না’।”
একাধিক ভারতীয় সংবাদমাধ্যম ওই বিজেপি নেতার বক্তব্য প্রকাশ করেছে। ১৫৩১ সালে বাবর মৃত্যুবরণ করেন এবং তার পুত্র সম্রাট হুমায়ুন মারা যান ১৫৫৬ সালে।
বর্তমানে বিজেপি নেতা মদন লাল সাইনি’র মন্তব্য নিয়ে টুইটারে হাস্যকর মন্তব্য করছেন অসংখ্য মানুষ।
When Humayun was dying, he called his father Babur (who already died 26 yrs ago) and told him, "if you want to rule Hindustan, you must respect Cow, Brahmin & women" ~ says Rajasthan BJP President.
— Gaurav Pandhi (@GauravPandhi) July 25, 2018
Seems to be a graduate in 'Entire Political Science' pic.twitter.com/SXonO3eydx
মতামত দিন