পাকিস্তানের কোয়েটা রাজ্যে ভোট কেন্দ্রের পাশে আত্মঘাতী হামলায় ২৫ জন নিহত হয়েছেন। ৩০ জনেরও বেশি আহত হয়েছে।
পাকিস্তানের কোয়েটা রাজ্যে একটি ভোট কেন্দ্রের পাশে আত্মঘাতী হামলায় তিন পুলিশ সদস্য এবং দুই শিশুসহ অন্তত ২৫ জন নিহত হয়েছেন।
হামলায় ৩০ জনেরও বেশি আহত হয়েছে। তথ্য জানিয়েছে পাকিস্তানের টিভি চ্যানেল জিও টিভি।
পাকিস্তানের ইংরেজি সংবাদ মাধ্যম ডন জানিয়েছে, বুধবার (২৫ জুলাই) সকালে সোরা দেশে ভোটগ্রহণ শুরুর পর বেলা ১১টার দিকে কোয়েটার ইস্টার্ন বাইপাস এলাকায় একটি পুলিশ ভ্যান লক্ষ্য করে ওই বোমা হামলা চালানো হয়।
#Quetta blast 15 dead over two dozen injured pic.twitter.com/qBXxfgUkho
— Syed Ali Shah (@alishahjourno) July 25, 2018
কোয়েটা পুলিশের মহা পরিদর্শক মোহসিন বাট জানিয়েছেন, এ ঘটনা আত্মঘাতী হামলা বলেই তাদের মনে হয়েছে। পুলিশ ইতোমধ্যে সেখানে তদন্ত শুরু করেছে।
পুলিশ আরও জানায়, কোয়েটার একটি স্কুলে ভোটগ্রহণ চলার মধ্যেই বাইরে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর সেখানে ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হয়।
দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সাজা হওয়ার পর সেনা হস্তক্ষেপের আশঙ্কার মধ্যেই বুধবার এই সাধারণ নির্বাচনে ভোট দিচ্ছে পাকিস্তানিরা।
পাকিস্তানে ১১তম জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ চলছে। প্রায় ১১ কোটি ভোটার ২৭২ আসনে সাংসদ নির্বাচনে ভোট প্রদান করছেন।
মতামত দিন