ব্রিটিশ ডুবুরী ভার্নন আন্সওয়ার্থের উদ্দেশ্যে করা বাজে মন্তব্য নিয়ে ক্ষমা চেয়েছেন ইলন মাস্ক। এক টুইটার বার্তায় নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন টেলসা’র মালিক। তবে ক্ষমা চাইলেও আইনগত ব্যবস্থা নেবার সিদ্ধান্ত থেকে সরে আসেননি ভার্নন আন্সওয়ার্থ।
টুইটারে এক কমেন্টে এই টেকনোলোজি উদ্যোক্তা বলেছেন, ‘আমি রাগের মাথায় কথাগুলো বলেছিলাম কেননা মি: আন্সওয়ার্থ আমাকে ব্যঙ্গ করে এই সাবমেরিনের সাথে যৌনক্রিয়া করতে বলেছিলেন, যেটা একটা মহৎ উদ্দেশ্যে বানানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘যদিও আমি তার আচরণের প্রত্যুত্তরে এই আচরণ করেছি, তাঁর মানে এই নয় যে আমার অন্যায় বৈধতা পাবে। আমি মি: আন্সওয়ার্থের কাছে ক্ষমাপ্রার্থী। এটা একান্তই আমার দোষ ছিলো।’
তবে এই সৌজন্যতায় ক্ষোভ কমেনি এই ব্রিটিশ ডুবুরীর। আইনগত প্রক্রিয়া চালিয়ে যাওয়ার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এখনও সব শেষ হয়ে যায়নি।’
As this well-written article suggests, my words were spoken in anger after Mr. Unsworth said several untruths & suggested I engage in a sexual act with the mini-sub, which had been built as an act of kindness & according to specifications from the dive team leader.
— Elon Musk (@elonmusk) July 18, 2018
উল্লেখ্য যে, থাই কিশোর ফুটবলারদের উদ্ধার অভিযানে সাহায্য করতে চেয়েছিলেন ইলন মাস্ক। আর তাই তার কোম্পানি টেসলা উদ্ধার অভিযান ত্বরান্বিত করতে বানিয়ে ফেলল একটি ছোট সাবমেরিন। কিন্তু তার এই সাবমেরিন উপকারের বদলে বিপদে ফেলতে যাচ্ছিল উদ্ধারকারী ডুবুরীদের।
ডুবুরীদের একজন বেশ করে সমালোচনা করে ইলন মাস্কের সাব-মেরিনকে ‘লোকলোক দেখান কর্মপ্রচেষ্টা’ বলে আখ্যায়িত করেছেন। আর এতেই ভীষণ রেগে ‘পেডো’ বা শিশুদের যৌন নিপীড়নকারী বলে গালি দেন মাস্ক।
মতামত দিন