পরীক্ষামূলক ভাবে ছোট আকারের সাবমেরিন চালানোর কথা জানিয়েছে এলন মাস্ক।
টেসলারের প্রধান নির্বাহী ও প্রযুক্তি উদ্যোক্তা এলন মাস্ক থাইল্যান্ডের গুহায় আটকে থাকা শিশুদের উদ্ধারকাজে ব্যবহার উপযোগী একটি ছোট আকারের সাবমেরিন তৈরি করেছেন।
গতকাল রোববার (০৮ জুলাই) টুইটারে পরীক্ষামূলক ভাবে ছোট আকারের সাবমেরিন চালানোর কথা জানিয়েছেন।
Elon Musk to build 'a tiny, kid-size submarine' to help rescue Thai boys stranded inside a deep cavehttps://t.co/xj1z88FTwN
— Republic (@republic) July 8, 2018
এর আগে গতকাল থাইল্যান্ডের গুহা থেকে চার শিশুদের উদ্ধার করা হয়েছে। তার কয়েক ঘণ্টা পর একটি সুইমিং পুলে ছোট সাবমেরিন পরীক্ষা চালানোর ভিডিও প্রকাশ করেন মাস্ক।
তবে এই সাবমেরিন উদ্ধারকাজে ব্যবহার করা হবে কি না, এই বিষয়ে এখনও কোন তথ্য জানায়নি থাইল্যান্ডের কর্তৃপক্ষ।
মাস্কের প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, স্কুবা গিয়ার পরা তিন ব্যক্তি সুইমিং পুলে টিউবসদৃশ একটি সাবমেরিন পরীক্ষা করছেন।
Elon Musk shares video of 'kid-size' submarine for Thai cave rescue https://t.co/AsIp2SFTrH pic.twitter.com/xuwfI6Ouyt
— WMTW TV (@WMTWTV) July 9, 2018
এ সাবমেরিনের ভেতরে একটি শিশুকে রেখে তাকে টেনে আনা যাবে। এতে তরল অক্সিজেন প্রতিস্থাপন টিউব ব্যবহার করা হয়েছে। এটি যথেষ্ট হালকা। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি পুলে তা পরীক্ষা করা হয়েছে বলে জানান মাস্ক।
মাস্ক আরও জানিয়েছেন, তিনি যে সাবমেরিন নিয়ে কাজ করছেন, তাতে সামনে চারটি ও পেছনে চারটি হাতল রয়েছে। এতে চারটি এয়ার ট্যাংক যুক্ত রয়েছে। এটি সরু পথ দিয়ে নেওয়া সম্ভব।
গত বৃহস্পতিবার শিশুদের অক্সিজেন সরবরাহ করে ফেরার পথে সেখানে মারা গিয়েছেন সামান গুনান নামে নৌবাহিনীর এক সাবেক ডুবুরি। গুহা থেকে বের হওয়ার কাজটি কতটা বিপজ্জনক এই ঘটনায় পর তা অনুমান করা যায়।
মতামত দিন