প্রথম দলটিকে বের করে আনতে আনুমানিক প্রায় ১১ ঘণ্টা সময় লাগবে বলে জানিয়েছেন উদ্ধারকারী দলের প্রধান নারোংসাক ওসাতানাকর্ন
থাইল্যান্ডে গুহায় আটকে পড়া কিশোর ফুটবলারদের উদ্ধারে অভিযান শুরু
থাইল্যান্ডে আজ রবিবার (৮ জুলাই) গুহায় আটকে পড়া ১২ কিশোর ফুটবলার ও তাদের কোচকে উদ্ধারে অভিযান শুরু করা হয়েছে। স্থানীয় সময় সকাল দশটায় ডুবুরিরা গুহায় প্রবেশ করে। আটকে পড়া ফুটবলারদের পরিবারের সদস্যদেরকে উদ্ধার অভিযান সম্পর্কে জানানো হয়েছে।
প্রথম দলটিকে বের করে আনতে আনুমানিক প্রায় ১১ ঘণ্টা সময় লাগবে বলে জানিয়েছেন উদ্ধারকারী দলের প্রধান নারোংসাক ওসাতানাকর্ন।
২৩ জুন কিশোর বয়সী ১২ ফুটবলার ও তাদের কোচ থাইল্যান্ডের উত্তর অংশের প্রদেশ চিয়াং রাইয়ের ‘থাম লুয়াং নায় নন’ গুহায় প্রবেশ করেন। গুহাটি পাতায়া সৈকতের কাছে। বৃষ্টির পানি জমে যাওয়ায় সেখানে আটকে পড়ে যায় তারা। নয়দিন পর তাদের সন্ধান পাওয়া গেলেও উদ্ধার নিয়ে নানা শঙ্কা দেখা দেয়। বৃষ্টির পানি বেড়ে যাওয়ায় শনিবার এই উদ্ধার তৎপরতা স্থগিত করা হয়।
রবিবার সকালে উদ্ধারকারী দলের প্রধান নারোংসাক ওসাতানাকর্ন জানান, আটকে পড়া ছেলেরা যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে। উদ্ধার অভিযান শুরুর আগে ডুবুরিদের দল ৩-৪ তিন অনুশীলন করে। রবিবার ভোর থেকেই ডুবুরিরা অভিযানের যাওয়ার জন্য চূড়ান্ত প্রস্তুতি নিয়ে অপেক্ষায় ছিলেন। গুহায় প্রবেশের আগে সেখানে জড়ো মানুষদের সরিয়ে দেওয়া হয়।
নারোংসাক জানান,অভিযানে ১৩ জন বিদেশি ডুবুরি,থাইল্যান্ডের ৫ জন ডুবুরি ও ৫ জন নেভি সিল সদস্য অংশ নিচ্ছেন। থাইল্যান্ডের ছিয়াং রিয়া প্রদেশের গভর্নর নারোংসাক ওসাতানাকর্ন জানিয়েছেন,পরিস্থিতির উন্নতি হওয়ায় গত সপ্তাহে শুরু হওয়া উদ্ধার প্রস্তুতিতে গত রাত থেকে তৎপরতা বাড়ানো হয়।
তিনি বলেন, “প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোয় গত রাত নয়টা থেকে আমরা অনেক কিছু পরিস্কার করা শুরু করেছি।”
গুহা এলাকায় জড়ো হয়েছেন বিপুল সংখ্যক সংবাদকর্মী। গুহার প্রবেশ মুখে প্রস্তুত রাখা হয়েছে অ্যাম্বুলেন্স।
থাইল্যান্ডের সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, উদ্ধার অভিযান সম্পন্ন করতে ৩ থেকে ৪ দিন সময় লাগতে পারে। আবহাওয়ার উপরেও এই অভিযান অনেকটা নির্ভর করবে বলে জানান তিনি।
মতামত দিন