তাদের উদ্ধার করতে চার মাসের মতো সময় লেগে যেতে পারে
থাইল্যান্ডে টানা নয়দিন আটকে থাকার পর নিখোঁজ ফুটবল দলের ১২ তরুণ খেলোয়াড় ও তাদের কোচের সন্ধান পাওয়া গেছে। তারা সকলেই জীবিত ও নিরাপদ আছেন।
থাইল্যান্ডের সংবাদ মাধ্যম ব্যাংকক পোস্ট এ খবর জানিয়েছে। থাইল্যান্ডের থাই ন্যাভি সিল স্পেশাল ফোর্সের ফেসবুক পেজে পোস্ট করা এক নাটকীয় ভিডিওতে দেখা যায়, এক ব্রিটিশ উদ্ধারকারী গুহার ভেতরে আটকে পরা তরুণদের সঙ্গে কথা বলছেন।
তবে সন্ধান পাওয়া গেলেও তাৎক্ষনিকভাবেই তাদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না।
থাইল্যান্ডের সেনাবাহিনীর বরাত দিয়ে বিবিসি জানায়, তাদের উদ্ধার করতে চার মাসের মতো সময় লেগে যেতে পারে। কেননা প্রতিনিয়ত পানি ও কাদার ক্রমবর্ধমান বৃদ্ধি উদ্ধারকারী দলের জন্য গুহায় প্রবেশ অসম্ভব করে তুলেছে। এর ফলে গুহায় আটকে থাকাদের স্বাস্থ্য ঝুঁকিও একটি বড় উদ্বেগের বিষয়।
নিখোঁজদের সন্ধান পাওয়ার খবর শুনে পরিবারগুলো আনন্দ-উল্লাস প্রকাশ করেছে।
চিয়াং রাই-এর গভর্নর জানিয়েছেন, প্রথমে তাদের কাছে খাবার ও ডাক্তার পাঠানো হবে।
ভিডিওটিতে দেখা যায় ভেতরে আটকা পরা দল ব্রিটিশ উদ্ধারকারীর কাছে জানতে চায়, তাদেরকে কখন উদ্ধার করা হবে। উদ্ধারকারী তখন বলেন, আজকে নয়।
উদ্ধারকারী তখন বলেন, "অনেক মানুষ আসছে। আমরাই প্রথম। ভয়ের কিছু নেই।"
উল্লেখ্য, দলটি।গত ২৩ জুন থাইল্যান্ডের চিয়াং রাই প্রদেশের একটি গুহায় প্রবেশের পর নিখোঁজ হয় তারা। স্থানীয় ওয়াইল্ড বোরস সকার দলের সদস্যরা অনুশীলন শেষে দলটি পর্বতারোহণে যান। তাদের সাইকেল, ব্যাক প্যাক সবকিছুই ছিল গুহার মুখে বাঁধা। এরপরই ভারী বর্ষণ শুরু হলে গুহার ভেতরে প্রচুর পানি ঢুকে যায়। গুহার ভেতরেই আটকে যায় দলটি।
নিখোঁজের প্রায় নয় দিন পর সোমবার তাদের সন্ধান মিলল।
মতামত দিন