সে বেশ শৃঙ্খলভাবে শৌচাগারের দরজা খুলে প্রথমে তার দুপাশ দেখে নেয় বেশ ভালো করে, এরপর ধীরে ধীরে হেঁটে ঢুকে যায় জঙ্গলের ভেতরে
বনের রাজা সিংহকে শৌচাগার থেকে দরজা ঠেলে বের হয়ে আসতে দেখে হতবাক পশুপ্রেমীরা। এ বিস্ময়ের কারণ, সিংহটির হাবভাব।
আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, বেশ শৃঙ্খলভাবেই দরজা খুলে প্রথমেই তার দুপাশ বেশ ভালো করে দেখে নেয় সিংহটি।। এরপর ধীরে ধীরে হেঁটে ঢুকে যায় জঙ্গলের ভেতরে।
তবে ঘটনাটি কোন দেশের তা জানা যায়নি। সিংহের এ ভিডিওটি ধারণ করেন জঙ্গল সাফারিতে বেড়াতে যাওয়া কোনো পর্যটক। যা তিনি নেটে শেয়ার দিয়েছিলেন। এর কয়েক ঘণ্টার মধ্যেই ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে ভিডিওটি।
বিস্ময়ের আরও একটি কারণ হল, জঙ্গলের ভেতর পর্যটকদের জন্য তৈরি ওই টয়লেটে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা প্রবেশ পথ ছিল। সিংহটিকে মহিলাদের প্রবেশ পথ নয়, বরঞ্চ পুরুষদের জন্য আলাদা প্রবেশপথ দিয়েই তাকে বার হতে দেখা যায়।
যা দেখে অনেকেই মন্তব্য করেছেন, ‘‘আরে সিংহটা কি পড়তেও জানে নাকি!’’
Loo is not always safe & reliver for humans, sometime it can be used by others too...@susantananda3 @ParveenKaswan @PraveenIFShere @Saket_Badola pic.twitter.com/MNs9pwCycC
— WildLense® Eco Foundation 🇮🇳 (@WildLense_India) October 2, 2021
মতামত দিন