আমাদের চোখের চারপাশের ত্বক পুরো মুখের তুলনায় অনেক বেশিই পাতলা
চোখের চারপাশেই বয়সের ছাপ পড়ে সবচেয়ে আগে। এর কারণ আমাদের চোখের চারপাশের ত্বক পুরো মুখের তুলনায় অনেক বেশিই পাতলা। তাই চোখের চারপাশের আর্দ্রতার অভাবেই নানা রকম দাগ, বলিরেখা পড়তে শুরু করে।
চোখের চারপাশে এ দাগ আর বলিরেখার জন্য প্রয়োজন বাড়তি যত্নের। সেক্ষেত্রে, রাতে ঘুমানোর আগে অবশ্যই চোখের নিচে ও চারপাশে চোখের ক্রিম ব্যবহার করতে হবে।
যা অনেকদিন পর্যন্ত চোখের চারপাশে পড়া বলিরেখা রোধ করতে সহায়তা করবে।
কিন্তু, চোখ আমাদের একটি স্পর্শকাতর অঙ্গ, তাই কোনোমতে যকোনো ধরনের ক্রিম চোখে ব্যবহার করা যাবে না। এছাড়াও কোন উপকরণ ব্যবহারে আপনি সবচেয়ে বেশি উপকার পাবেন সেদিকেও খেয়াল রাখতে হবে।
শুধু, দামী প্রসাধনী ক্রিমই নয়, চোখের নিচের ত্বকের জন্যও রয়েছে বিভিন্ন ঘরোয়া উপায়। সেক্ষেত্রে, কফি জমিয়ে সেই বরফ দিয়ে চোখের নীচে ম্যাসাজ করে কিংবা ঠান্ডা টি-ব্যাগ ব্যবহার করলেও চোখের ফোলা ভাব, লালচে ভাব এবং ক্লান্তির ছাপ দূর হয়। এছাড়াও, চোখের নিচে বলিরেখা কমানোর জন্য নিয়মিত নারকেল তেল ব্যবহার করতে পারেন।
এছাড়াও বাড়িতে তৈরি করে নিতে পারেন, কিছু উপকরণ যা চোখের নিচের বলিরেখা এমনকি কালোদাগ দূর করতে সহায়তা করবে। আসুন জেনে নিই কিছু উপকরণ যা চোখের যত্নে ব্যবহার করতে পারবেন:
উপকরণ
- ভিটামিন ই তেল
- ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল
- আর্নিকা এসেনশিয়াল অয়েল
- ভিটামিন কে (গুঁড়ো করে রাখতে পারেন)
এ উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে একটি কাঁচের বোতলে ভরে অনেকদিন ব্যবহার করতে পারবেন। এসেনশিয়াল অয়েলগুলো এমনিতেই বহুদিন ভালো থাকে।
মতামত দিন