এ পরীক্ষা পদ্ধতিতে রক্ত থেকে ডিএনএ পরীক্ষার মাধ্যমে ডিএনএর কোনো অংশে ক্যান্সারের কোনো কোষ বিদ্যমান আছে কিনা তা জানা যাবে
যুক্তরাজ্যের সরকারি স্বাস্থ্য পরিষেবা (এনএইচএস) ক্যান্সার শনাক্তেকরণের জন্য নতুন ধরনের একটি পরীক্ষা পদ্ধতি চালু করেছে৷ বিশেষজ্ঞদের মতে, কোনো ব্যক্তির শরীরে ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলো দেখা দিতে শুরু করার আগেই এ পরীক্ষা পদ্ধতিতে ৫০ রকমের ক্যান্সারের উপস্থিতি ধরে ফেলতে সক্ষম।
ডয়েচে ভেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, এ নতুন পরীক্ষা পদ্ধতিটির নাম "গালেরি"। যার মাধ্যমে রক্ত থেকে ডিএনএ পরীক্ষার মাধ্যমে ডিএনএর কোনো অংশ ক্যান্সারের কোনও কোষ বিদ্যমান আছে কিনা তা জানা যায়।
এনএইচএস-এর প্রধান নির্বাহী আমান্ডা প্রিচার্ড একটি বিবৃতিতে বলেন, ‘‘এ সহজ ও দ্রুততম রক্ত পরীক্ষা পদ্ধতিটির ক্যান্সার শনাক্তকরণ ও ক্যান্সারের চিকিৎসাক্ষেত্রে সারা বিশ্বের জন্য যুগান্তকারী বিপ্লব ঘটাতে পারে৷''
উদ্ভাবক এনএইচএস আরও বলছে, "প্রথম ধাপে ধরা পড়লে একজন ক্যান্সার রোগীর বেঁচে থাকার সম্ভাবনা একজন চতুর্থ ধাপের ক্যান্সার রোগীর তুলনায় থাকে ৫-১০ গুণ বেশি থাকে।"
গত বছরের নভেম্বরে, মার্কিন জৈবপ্রযুক্তি সংস্থা গ্রেইল ইনকর্পোরেটেড এই পরীক্ষা পদ্ধতিটির উদ্ভাবক এনএইচএস-এর সঙ্গে ট্রায়ালের জন্য চুক্তিবদ্ধ হন৷
এ যুগান্তকারী পরীক্ষা পদ্ধতি নিয়ে যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলেন, ‘‘দ্রুত ক্যান্সার শনাক্তকরণ পরীক্ষাটির মাধ্যমে আমরা অনেকেরই প্রাণ বাঁচাতে পারব, এমনকি ক্যান্সার সারা শরীরে ছড়িয়ে পরার আগেই ধরে তা আমরা নির্ণয় করতে পারবো।''
মতামত দিন