একটু খাবারের জন্য রাজধানীর মহাখালীতে একটি দেয়ালের ওপর বসে আছে বানরের দল
করোনাভাইরাস মহামারিতে খাদ্য সঙ্কটে পড়েছে শহরের পশু-পাখিরাও।
একটু খাবারের জন্য রাজধানীর মহাখালীতে একটি দেয়ালের ওপর বসে আছে বানরের দল।
ছোট্ট সন্তানকে নিয়ে মায়ের নিষ্পলক আকুতি।
সম্প্রতি ছবিগুলো তুলেছেন ঢাকা ট্রিবিউনের আলোকচিত্রী সৈয়দ জাকির হোসেন।
মতামত দিন