সঠিক প্রোগ্রাম নির্বাচন করা নিয়ে সমস্যা দূর করতে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের এডুকেশন ইউএসএ অনেক ধরনের সেবা দিচ্ছে
উচ্চশিক্ষার জন্য বাংলাদেশের অনেক শিক্ষার্থীরই প্রথম পছন্দ যুক্তরাষ্ট্র হলেও সঠিক প্রোগ্রাম নির্বাচন করে বিভিন্ন স্কুলে আবেদন করা নিয়ে অনেককে নানা ঝামেলা পোহাতে হয়। এই সমস্যা দূরীকরণের জন্য দেশটিতে পড়াশোনা করতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদেরকে বিভিন্ন ধরনের সেবা দিয়ে আসছে মার্কিন সরকারের পরামর্শদাতা প্রতিষ্ঠান এডুকেশন ইউএসএ।
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত দুই বাংলাদেশি শিক্ষার্থীর অভিজ্ঞতার কথা উল্লেখ করে এডুকেশন ইউএসএ একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেখানে ওই দুই বাংলাদেশি শিক্ষার্থী তাদের ভর্তি এবং আবেদন প্রক্রিয়ায় সংগঠনটি কীভাবে সাহায্য করেছিল সে কথা জানান।
তাদের মধ্যে একজন মাহমুদুল হাসান বর্তমানে পেন স্টেট ইউনিভার্সিটির (পিএসইউ) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ডক্টরেট ডিগ্রি অর্জন করছেন এবং পাশাপাশি পূর্ণকালীন স্নাতক গবেষণা সহকারী হিসেবে কাজ করছেন। তিনি বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) অধ্যয়নরত একজন সিনিয়র শিক্ষার্থীর কাছ থেকে সর্বপ্রথম এডুকেশন ইউএসএ বাংলাদেশ সম্পর্কে জানতে পারেন।
তিনি বলেন, “কিভাবে নিজের অভিপ্রায়ে একটি উপযুক্ত বক্তব্য লিখতে হয় তার শেখানোর পাশাপাশি জিয়ারই এবং টফেল এর মতো মানসম্মত পরীক্ষার প্রয়োজনীয়তা অনুধাবন করার জন্য এডুকেশন ইউএসএ সম্পূর্ণ নির্দেশিকা দেয়।”
আরও পড়ুন- নেদারল্যান্ডে পড়তে যাওয়ার জটিলতা এড়াতে যা করবেন
তিনি মনে করেন, যুক্তরাষ্ট্রে অধ্যয়নের একটি বড় সুবিধা হলো বিদেশি ছাত্রদের জন্য প্রচুর তহবিল এবং গবেষণার সুযোগ থাকা।
মাহমুদুল আরও বলেন, “একাডেমিক উন্নয়নের পথে অনেক উত্থান-পতন রয়েছে। কখনও কখনও আপনার পিএইচডি উপদেষ্টার প্রত্যাশা অনেক বেশি হতে পারে এবং মনে হতে পারে আপনি জানেন না আপনার পড়াশোনা এবং গবেষণা কোন দিকে যাবে।”
আরেক শিক্ষার্থী পলাশ কুমার রায় বর্তমানে উইচিতা স্টেট ইউনিভার্সিটিতে ফলিত গণিত ও পদার্থবিজ্ঞানে পিএইচডি করছেন।
তিনি বলেন, “একটি সঠিক বিশ্ববিদ্যালয় খুঁজে বের করার পাশাপাশি মার্কিন বক্তা এবং বর্তমান বাংলাদেশী শিক্ষার্থীদের আমন্ত্রণ জানিয়ে যুক্তরাষ্ট্রে কিভাবে সফলভাবে ডিগ্রি সম্পন্ন করা যায় সেই ব্যপারে এডুকেশন ইউএসএ পরামর্শ দেয়।”
তিনি আরও বলেন, “এডুকেশন ইউএস'র দুর্দান্ত পাঁচ ধাপের মডেল আপনাকে মার্কিন উচ্চশিক্ষা ভর্তি প্রক্রিয়া ত্বরান্বিত করতে সাহায্য করে। আমি প্রতিটি ধাপ নিয়ে হওয়া আলোচনা সেশনে অংশ নিয়েছিলাম। সেখানে তারা আমাকে আবেদন করার জন্য সঠিক প্রতিষ্ঠানগুলো চিহ্নিত করা, আর্থিক সহায়তার সুযোগ এবং সফলভাবে আমার ভিসা আবেদন জমা দেওয়া নিয়ে সঠিক দিকনির্দেশনা দিয়েছিল।”
এছাড়া, এডুকেশন ইউএসএর বিনামূল্যে একক এবং গ্রুপভিত্তিক পরামর্শমূলক সেবাগুলোর ওপরেও জোর দেন তিনি।
এডুকেশন ইউএসএ বাংলাদেশ, দক্ষিণ এশিয়ার আরও তিনটি দেশ- ভারত, নেপাল এবং পাকিস্তানজুড়ে এডুকেশন ইউএসএ কেন্দ্রগুলোর সঙ্গে সহযোগিতা করে।
এ লক্ষ্যে আগামী ২৭ আগস্ট এবং ৩ সেপ্টেম্বর ১০০ টিরও বেশি স্বীকৃত মার্কিন কলেজ ও বিশ্ববিদ্যালয় দুটি সেশনে বার্ষিক শিক্ষা মেলায় আয়োজন করবে।
প্রক্রিয়া সম্পর্কে আরও জানতে সম্ভাব্য আবেদনকারীরা আসন্ন শিক্ষা মেলায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। মেলাটি সম্পূর্ণ ভার্চুয়াল এবং স্নাতক এবং স্নাতকোত্তর শ্রোতা বিভাগের জন্য দুটি সেশনে বিভক্ত করা হবে। এডুকেশন ইউএসএ বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সেখানে অংশ নেওয়া যাবে।
মতামত দিন