ভারতের উত্তরপ্রদেশে সম্প্রতি এমনই এক ঘটনা ঘটে
কোভিড মহামারিতে মানুষের জীবনে এসেছে আমূল পরিবর্তন। সকাল ৯টা-৫টা অফিস রুটিনেও ছোঁয়া লেগেছে সেই পরিবর্তনের। “হোম অফিসের” বদৌলতে মানুষের দৈনন্দিন কর্মজীবন কিছুটা যেন সহজ হয়ে উঠেছে, কর্পোরেট ধাঁচে যার পোশাকি নাম “ওয়ার্ক ফ্রম হোম”। তবে “ওয়ার্ক ফ্রম ওয়েডিং” এমন কি আগে কখনো দেখা গেছে?
সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের এক বিয়েতে। মুহূর্তেই ঘটনাটি ভাইরাল হয়ে যায়।
ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন এক প্রতিবেদনে জানিয়েছে, দেশটির উত্তরপ্রদেশের একটি এলাকায় বিয়ের আসরে বেশ সাজ সাজ রবে উপস্থিত বর, কনে দুজনই। বরের আশেপাশে বেশ কয়েকজন আত্মীয়স্বজন রয়েছেন। এমনকি রয়েছেন পুরোহিতও। এ পর্যন্ত সবই ঠিক ছিল। কিন্তু নজর কাড়ল বরের কাজ। বিয়ে করতে বসেও নতুন বরের কোলে ল্যাপটপ! কাজেও বেশ মগ্ন তিনি। কাজ মিটলেই শুরু হবে বিয়ে, ঠিক সেরকমই হাবভাব পুরোহিতের।
হবু বরের এ কাণ্ড দেখে বিয়ের মণ্ডপে কনেকে হেসে গড়িয়ে পড়তেও দেখা যায় ওই ভিডিওতে। হবু স্ত্রীর হাসি দেখেই বোধহয় শেষমেশ ল্যাপটপ অন্য কোনও পরিচিতের হাতে তুলে দিয়ে এরপর বিয়ে সারেন নতুন বর।
মতামত দিন