ইতোমধ্যে অনেকেই কিনে ফেলেছেন কোরবানির গরু তাই আপনার তত্ত্বাবধানে থাকা গরুর যত্ন কীভাবে করবেন জেনে নিন
আর এক দিন পরেই ঈদ-উল-আযহা। ইতোমধ্যে অনেকেই কিনে ফেলেছেন কোরবানির গরু। আপনার তত্ত্বাবধানে থাকা অবস্থায় গরুর যত্ন কীভাবে করবেন তা নিয়ে অনেকেই চিন্তায় পড়ে যান। তাই অনুসরণ করতে পারেন সহজ কিছু টিপস।
১. গরু কেনার পর থেকেই গরুর পুরো দায়িত্ব আপনার উপরে। তাই কোরবানির হাট থেকে গরুকে হাঁটিয়ে না এনে পিক ভ্যানে করে আনতে পারেন। এতে গরমে গরুও কষ্ট কম পাবে আর হেঁটে আনার যে ঝামেলা তারও সম্মুখীন হওয়া লাগবে না।
২. কোরবানির পশু কেনার সাথে সাথেই হাট থেকেই তার জন্য খড় এবং কচি ঘাস কিংবা বিচালি কিনে ফেলুন। এতে গন্তব্যে পৌঁছে পশুটিকে আর অভুক্ত থাকতে হবে না।
৩. প্রাণীটিকে প্রতিদিন যথেষ্ট পরিমাণ পান পান করতে দিন। অতিরিক্ত খাবার না দিয়ে টাটকা খাবার খাওয়ান। খৈল, ভুষি, তুষ, কুড়া, লবণ, ভাতের মার পানিতে মিশিয়ে খাওয়াতে পারেন।
৪. গরুর থাকার জন্য একটি অস্থায়ী স্থান তৈরি করুন। তবে স্থানটি যেন শুষ্ক থাকে সেদিকে খেয়াল রাখবেন। নিয়মিত পরিষ্কার রাখবেন।
৫. দিনের বেলায় খোলা স্থানে বেঁধে রাখুন এবং দুপুরে ভালো করে গোসল করিয়ে দেবেন। এতে গরমে আরাম পাবে।
৬. রাতের বেলা নিরাপদ স্থানে রাখুন। মশার উপদ্রব থেকে বাঁচাতে মশারি কিংবা কয়েল ব্যবহার করুন।
৭. গরুর সাথে যতটা সম্ভব ভালো ব্যবহার করুন। গায়ে হাত বুলিয়ে দিন আর যতটা পারেন সময় দিন।
মতামত দিন