ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের মন্ডলা জেলায়
আর সাধারণ পাঁচ জন মানুষের মতো মদের দোকানে ঢুকলো সে। একটি মদের বোতলটি নিলো এবং ঢকঢক করে মদ্যপান শুরু করল। সুরাপ্রেমী বানরের এই ভিডিও এখন ভাইরাল। আনন্দবাজার এক প্রতিবেদনে জানিয়েছে, ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের মন্ডলা জেলায়।
ভাইরাল ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে, মদের দোকানে ঢুকে নির্দিষ্ট জায়গা থেকে একটি মদের বোতল তুলে নেয় সে। এর পর বোতলের ছিপি নিজেই দাঁত দিয়ে খুলে ফেলে মদ্যপান শুরু করে। ধীরে ধীরে তার মৌজ করে মদ্যপানের দৃশ্য দেখার মতো! মদের দোকানের মালিক তাকে একটি বিস্কুটও দেন। কিন্তু সে দিকে ভ্রূক্ষেপ না করে মদের বোতলেই মজে থাকে সে।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, বানরকে মদ খেতে দেখে দোকানের বাইরে উপস্থিত অনেকেই ভিডিও করেন। তাদেরই এক জন জানান, সম্প্রতি ওই দোকানের বাইরে কয়েক ফোঁটা মদ মাটিতে পড়েছিল। বানরটি চেটে খায় একদিন। তারপর থেকে প্রতিদিনই নাকি দোকানটির কাছে ঘুরঘুর করত সে। তাকে কিছুতেই তাড়ানো যেত না। এরপর ঘটে এ ঐতিহাসিক ঘটনা।
— sudhanshu maheshwari (@smaheshwari523) July 14, 2021
মতামত দিন