প্রতিবছর ৮ মে পালিত হয় অদ্ভুত এই দিনটি
প্রচণ্ড গরমে সবাই যখন হাঁসফাঁস করছে, সেখানে অফিসের মিটিংয়ে ফরমাল ড্রেস-আপ করে যাওয়া দুঃস্বপ্নের মতো। সেই সাথে পায়ে যদি যুক্ত হয় মোজা তবে আর পা থেকে মাথা পর্যন্ত জ্বলা আগুন নেভানোর সাধ্য আর কারও থাকবে না। পায়ের সুরক্ষা আর শীতের দিনে আরাম দিলেও, অল্প কিছুক্ষণ পরার পরেই দুর্গন্ধ হবার জন্য তো বটেই এক জোড়া মোজার একটি সবসময় হারিয়ে যাবার মতো বিড়ম্বনাও কম নয়।
তাই এসকল সমস্যার কথা চিন্তা করে ২০০৯ সালে আমেরিকান অভিনেতা থমাস রয় ও স্ত্রীর উদ্যোগে যাত্রা শুরু নো সকস ডে'র। প্রতিবছর ৮ মে পালিত হয় অদ্ভুত এই দিবসটি। যারা সারাবছর মোজা পরে কাটান, তারা একটি দিন অন্তত মোজামুক্ত কাটাতেই পারেন। তাই না?
মতামত দিন