টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, ঘটনাস্থলে স্থাপন করা একটি সিসিটিভি ক্যামেরায় এ ঘটনা ধরা পড়ে
ভারতের মুম্বাইয়ে কুকুরকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। শহরটির সান্তাক্রুজের কালিনা এলাকাতে এ ঘটনা ঘটে।
সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, ঘটনাস্থলে স্থাপন করা একটি সিসিটিভি ক্যামেরায় এ ঘটনা ধরা পড়ে। পরে "অস্বাভাবিক শারীরিক সম্পর্ক স্থাপন" করার অভিযোগে ভাকোলা থানায় একটি মামলা দায়ের করেছেন প্রাণি সংরক্ষণ কর্মীরা।
ভারতের "অ্যানিম্যাল রেসকিউ অ্যান্ড কেয়ার ট্রাস্টে" (এআরএসি)-এর চেয়ারপারসন সাভিতা মহাজন টাইমস অব ইন্ডিয়াকে বলেন, "ফুটেজ থেকে স্থানীয় রুটি বিক্রেতাকে শনাক্ত করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আমি ভাকোলা থানায় একটি এফআইআর দায়ের করেছি। এছাড়াও এ অপরাধের সাথে সম্পর্কিত সিসিটিভি ফুটেজসহ সকল প্রমাণ পুলিশকে সরবরাহ করেছি।"
তিনি সহকারী পুলিশ কমিশনার সুধীর কুড়ালকর ও পরিদর্শক মিথুন পাতিলকে ধন্যবাদ জানিয়ে বলেন, "এফআইআর গ্রহণের জন্য এবং এই মামলায় সহযোগিতা করার জন্য তাদের প্রতি আমরা বিশেষভাবে কৃতজ্ঞ।"
মামলার নথিসূত্রে জানা যায়, সম্প্রতি "চিনো" নামের ওই কুকুরের ওপর করা যৌন নির্যাতনের বিষয়টি শনাক্ত করা হয়। এর আগেই প্রাইভেট কার পার্কিং এরিয়াতে গাড়ির চুরি রোধ করার জন্য সেখানে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়।
পরবর্তীতে ফুটেজ থেকে অভিযুক্তকে শনাক্ত করা হয়। তবে, অভিযোগের ভিত্তিতে তার ঠিকানায় গেলে জানা যায়, তিনি উত্তর প্রদেশে নিজের বাড়িতে অবস্থান করছেন।
"আমরা ভাকোলা পুলিশকে অনুরোধ করেছি যেন যত দ্রুত সম্ভব অভিযুক্তকে গ্রেফতার করে," বলেন মহাজন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাকোলা পুলিশ জানিয়েছে, "তৌফিক নামের ওই যুবকের বিরুদ্ধে ‘বিকৃত যৌনাচারের’ অভিযোগে আইপিসি ধারা ৩৭৭ এর অধীনে একটি এফআইআর দায়ের করা হয়েছে।"
তবে ভারতে এ ধরনের অস্বাভাবিক যৌনতার ঘটনা এটিই প্রথম নয়। গত সপ্তাহেও ভারতের জুহু গলি এলাকায় কুকুরকে যৌন নির্যাতনের অভিযোগে পশ্চিত আন্ধেরির ৬৩ বছর বয়সী এক সবজি বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
মতামত দিন