বিশেষ দিনটিকে আরও বিশেষ করে তুলতে প্রিয়জনকে দিতে পারেন এসব উপহার!
সামনেই আসছে ১৪ই ফেব্রুয়ারি- ভালবাসা দিবস! বিশেষ দিনটিকে বিশেষ করে তুলতে নিশ্চয়ই এখন থেকেই অনেক পরিকল্পনা করে ফেলেছেন? ভাবছেন প্রিয়জনকে কী উপহার দেবেন? আজ আমরা এমন কিছু উপহারের আইডিয়া দেব যা আপনি আপনার প্রিয়জনকে ভালবাসা দিবস উপলক্ষ্যে দিতে পারবেন। চলুন জানা যাক কি কি উপহার দেওয়া যেতে পারে।
অ্যালবাম
প্রিয়জনের সাথে কাটানো মূহুর্তগুলোকে একসাথে করে একটি ছবির অ্যালবাম উপহার দিতে পারেন। এতে বেশ খুশী হবেন আপনার প্রিয় মানুষটি। অ্যালবামের সাথে যদি ১/২টআ হাতে লেখা চিঠি দেওয়া যায় তাহলে আরও ভাল। চাইলে প্রিয়জনের একার ছবি নিয়েও একটি অ্যালবাম তৈরি করে দিতে পারেন।
ঘড়ি
ভালবাসা দিবস উপলক্ষ্যে প্রিয়জনকে ব্রান্ডের কোন ঘড়ি উপহার দিতে পারেন। ঘড়ি অনেক উপকারী উপহার এবং একই সাথে একটি রোমান্টিক চিরকুট দিন।
কফি মগ
কফি মগও বেশ দরকারী উপহার। আজকাল কাস্টম করা কফি মগ বেশ জনপ্রিয়। কাস্টম করা কফি মগে আপনি আপনার ইচ্ছামত ডিজাইন করে নিতে পারবেন। চাইলে প্রিয় মানুষ ও আপনার ছবি কফি মগের ডিজাইনে দিতে পারেন বা তাকে নিয়ে আপনার প্রিয় কোন উক্তি।
ল্যাপটপ ব্যাগ
আজকাল অনলাইনে অনেক সুন্দর ও বিভিন্ন ডিজাইনের ল্যাপটপ ব্যাগ পাওয়া যাচ্ছে। এ ধরনের উপরহার আপনার সজ্ঞীর অনেক কাজে আসবে।
ওয়ারলেস এয়ারফোন
আজকাল ওয়ারলেস এয়ারফোনের বেশ চল দেখা যায়। তরুণ প্রজন্মের মাঝে এর জনপ্রিয়তা আরও বেশি। এ ধরনের এয়ারফোনের কোন তার থাকেনা। অর্থাৎ তার প্যাঁচ লাগার কোন ভয় নেই। আপনি চাইলেই সুন্দর একটি ওয়ারলেস এয়ারফোন উপহার দিতে পারেন প্রিয় মানুষটিকে।
বই
আপনার প্রিয় মানুষটি যদি বই পড়তে ভালবাসে তাহলে তাকে গল্পের বই বা কবিতার বই উপহার দিন। গল্প বা কবিতাটি প্রেমের সংকলন হলে তো কথাই নেই!
ফোনের কভার
মোবাইল ফোনের ব্যাক কভার আজকাল বেশ জনপ্রিয়। বিভিন্ন অনলাইন সাইটগুলোতেও বিক্রি হচ্ছে বিভিন্ন ডিজাইনের ফোনের কভার। চাইলে আপনিও একটি সুন্দর ফোনের কভার উপহার দিতে পারেন প্রিয়জনকে। এতে আপনার প্রিয় মানুষটি অনেক খুশী হয়ে যাবেন।
মতামত দিন