ছোট ঘর সাজাতে আয়নার ব্যবহার খুব গুরুত্বপূর্ণ, তাই আয়না রাখার সময় কিছু জিনিস মনে রাখা খুবই জরুরি
ছোট ফ্ল্যাটের ক্ষেত্রে স্পেস ম্যানেজমেন্ট যতটা জরুরি, ততটাই জরুরি ইলিউশন। অর্থাৎ, এমন বিভিন্ন জিনিস, যা ঘর বড় দেখাতে সাহায্য করবে বা বড় ঘরের ইলিউশন তৈরি করবে, সেগুলোর ঠিকঠাক প্লেসমেন্টও সমান গুরুত্বপূর্ণ। আর ইলিউশন ক্রিয়েট করার অন্যতম অবজেক্ট আয়না। তবে ঘরে আয়না রাখার সময় কিছু জিনিস মনে রাখা জরুরি। তাই শুধু আয়না রাখলেই হবে না, আয়না রাখার দিকটাও মনে রাখতে হবে। ছোট ঘর সাজাতে আয়নার ব্যবহার খুব গুরুত্বপূর্ণ। জেনে নিন আয়না দিয়ে ঘর সাজানোর কয়েকটি উপায়।
ইলিউশন অব স্পেস
১. ঘর বড় দেখানোর জন্য ঘরে আলো খেলার জায়গা করতে হবে। ঘর ছোট হলে স্বাভাবিকভাবেই আলো খেলার জায়গা কমে যায়। তাই জানলার কাছাকাছি আয়না রাখতে পারেন। এতে সব আলো আয়নায় প্রতিফলিত হয়ে বড় ঘরের ইলিউশন তৈরি করবে।
২. যদি দেওয়ালে আয়না রাখতে চান বা বড় আয়নার জায়গা বা বাজেট না থাকে, সেক্ষেত্রে একটা আয়নার বদলে ক্লাস্টার করে একাধিক আয়না সাজাতে পারেন। বিভিন্ন শেপ এবং সাইজ়ের আয়না রাখুন। থিম আলাদা হলেও দেখতে সুন্দর লাগবে।
৩. ঘর যতই বড় হোক, রান্নাঘর সকলেরই তুলনায় ছোটই হয়। পারলে কুকটপের পিছনে একটা আয়না রাখতে পারেন। এখন বিভিন্ন রিফ্লেক্টিভ ওয়ালপেপারও পাওয়া যায়, যা আয়নার মত স্বচ্ছ্ব না হলেও প্রায় একই কাজ করবে। আর রান্নাঘর তাতে খুব সুন্দর আর খোলামেলাও দেখাবে!
৪. বসার ঘরে আয়না রাখতে পারেন। তবে ছোট আয়না নয়, বসার ঘরে স্ট্যান্ডিং মিরর বা ফ্লোর মিরর রাখুন। এতে ঘর বড় দেখাবে, লাগজারিয়াস দেখাবে আবার ঘরে ডেপ্থও আসবে।
৫. ঘরে জানলার অভাব থাকলে সেই অভাব মেটাতেও কাজে লাগাতে পারেন আয়না। ঘরের যেদিকে জানলা রয়েছে, তার উলটোদিকে বড় মাপের আয়না রেখে উপরে নকল গ্রিড লাগিয়ে জানলার ইলিউশন তৈরি করতে পারেন। এতে আসল জানলার সব আলোই প্রতিফলিত হবে। সুন্দর করে সাজিয়ে রাখতে হবে শুধু। অতিথিরা দেখলে আপনার ঘর সাজানোর প্রশংসা নিশ্চিত!
ঘরের কোথায় রাখবেন আয়না?
১. আয়না সবসময় উত্তর বা পূর্বদিকের দেওয়ালে রাখুন। ঘরের দক্ষিণ বা পশ্চিম দেওয়ালে কখনও আয়না রাখবেন না।
২. ডাইনিং এরিয়ারে আয়না রাখলে ডাইনিং টেবিল ও আয়না এমনভাবে রাখুন, যাতে খাওয়ার সময় পুরো পরিবারের প্রতিফলন আয়নায় পড়ে।
৩. এমনিতে আয়নার আকার নিয়ে তেমন কোনও সমস্যা নেই, তবে চেষ্টা করুন চৌকো বা আয়তাকার আয়না কিনতে।
৪. বেডরুমে আয়না না রাখাই ভাল। রাখলে, বিছানার প্রতিফলন যেন কখনওই সেই আয়নায় না পড়ে, সেদিকে খেয়াল রাখুন।
৫. অপরিষ্কার আয়না ঘরে না রাখাই উচিৎ। তাই নিয়মিত আয়না পরিষ্কার করে রাখুন।
মতামত দিন