ত্বকের ধরণ বুঝে ফাউন্ডশন কেনা অত্যন্ত জরুরি
ফাউন্ডেশন হলো মেক-আপ প্রসাধনী গুলোর মধ্যে সব চেয়ে প্রয়োজনীয় ও বলতে পারেন এটি ছাড়া মেক-আপ করা একদম অসম্ভব! এজন্য ফাউন্ডেশন ব্যবহারে পর্যাপ্ত জ্ঞান থাকা খুব বেশি প্রয়োজন। আজ আমরা ফাউন্ডেশন সম্পর্কে খুঁটিনাটি জানবো।
শুরুতেই ফাউন্ডেশন কেনার ব্যপারে সতর্ক থাকতে হবে। ভাল মানের ফাউন্ডেশন অবশ্যই ব্যবহার করা উচিৎ যাতে ত্বকের কোন ক্ষতি না হয়। ফাউন্ডশন কেনার আগে অবশ্যই দেখে নিতে হবে ফাউন্ডশনটি আপনার ত্বকের রঙের সাথে মানানসই নাকি। যাদের ত্বকের রঙ কিছুটা হলদেটে তাদের অবশ্যই হলদে ধরনের ফাউন্ডশন কেনা উচিৎ এবং যাদের কিছুটা গোলাপি তাদের গোলাপি আভার ফাউন্ডশন কেনা প্রয়োজন। কেনার আগে অবশ্যই তা মুখে লাগিয়ে দেখে কিনবেন সেডটি ঠিক আছে কিনা। হাতে লাগানোর থেকে বিরত থাকাই ভালো। কারণ হাত ও মুখের রঙ অনেক সময়ই এক হয়না।
ত্বকের ধরণ বুঝে ফাউন্ডশন কেনা অত্যন্ত জরুরি। যাদের ত্বক তৈলাক্ত তাদের “ম্যাট” জাতীয় ফাউন্ডশন ব্যবহার করতে হবে। এবং যাদের ত্বক রুক্ষ তাদের আদ্রতা আছে এমন ফাউন্ডশন ব্যবহার করা উচিৎ।
এরপর আসুন জেনে নেই কিভাবে ফাউন্ডশনটি আমরা লাগাবো। অনেকেই আছেন ফাউন্ডশন হাত দিয়ে মুখে লাগান। যার ফলে মুখের অনেক অংশেই ফাউন্ডশন পৌঁছায়না। এ ক্ষেত্রে ব্রাশ বা স্পোঞ্জ দিয়ে ফাউন্ডশন লাগালে অনেক সুবিধা হবে।
ফাউন্ডশন লাগানোর সময় শুধু মুখে লাগাবেন না সাথে গলাতেও সামান্য লাগাবেন। এতে কর মুখ ও গলার সামাঞ্জস্য থাকবে।
ফাউন্ডশন লাগানোর আগে আমরা অনেক সময়ই প্রাইমার লাগাতে ভুলে যাই। প্রাইমার এক ধরণের সিরাম জাতীয় প্রসাধনী যা ফাউন্ডশনটিকে মুখে বসতে সাহায্য করে। এজন্য ফাউন্ডশন কেনার পাশাপাশি প্রাইমারও কিনে ফেলবেন।
সর্বপরি, ত্বকের যত্ন নেওয়া সবচেয়ে প্রয়োজন। ত্বক ভালো না থাকলে কোন ফাউন্ডশনই কাজ বসতে চাইবেনা মুখে। তাই ত্বকের যত্ন নিতে একদমই ভুলবেন না।
মতামত দিন