ড্রয়িংরুমের আসবাবপত্র, দেওয়াল, আলো, শৌখিন উপকরণ এসবই আপনার রুচি ও সৃজনশীলতাকে প্রতিফলিত করে!
বাড়ির ড্রয়িংরুম আপনার রুচি, ব্যক্তিত্ব ও জীবনযাপনের পরিচায়ক। ড্রয়িংরুমের আসবাবপত্র, দেওয়াল, আলো, শৌখিন উপকরণ এসবই আপনার পছন্দকে প্রতিফলিত করে! ছোটখাটো পরিবর্তনে ড্রয়িংরুম সাজিয়ে তুলুন মনের মতো করে।
১. বসার ঘর বা বৈঠকখানা শব্দটার মধ্যেই একটা আড্ডার মেজাজ লুকিয়ে আছে। তাই ড্রয়িংরুম এমনভাবে সাজান যাতে বাড়ির সদস্যদের পাশাপাশি আত্মীয়-স্বজন বা অতিথিরা সেখানে স্বাচ্ছন্দ্যবোধ করেন।
২. ড্রয়িংরুম বড় হলে সোফা সেট ছাড়াও লো সিটিং অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা রাখুন। দেওয়াল ঘেঁষে পুরু গদি রেখে তার উপর সুন্দর চাদর বিছিয়ে দিন। রঙিন কুশন রাখুন। সুন্দর বসার ব্যবস্থা হবে। ছোট জলচৌকি, ছোট মোড়া, বেতের বেঁটে বসার ব্যবস্থাও করতে পারেন।
৩. আসবাব বেছে নেওয়ার সময় অবশ্যই দেওয়ালের রঙের দিকে খেয়াল রাখুন। ড্রয়িংরুমের রঙ যদি নিউট্রাল হয় তাহলে তো কথাই নেই। গদি বা সোফার উপর উজ্জ্বল রঙের কুশন রাখুন। নিমেষে ঘরে রঙের কনট্রাস্ট তৈরি করবে।
৪. বাড়ি সাজাতে পুরো সোফা সেট বদলে না ফেলে সোফার কভার বদলে ফেলতে পারেন। পুরনো রেক্সিন অথবা মলিন হয়ে যাওয়া লেদার কিন্তু দেখতে ভাল লাগে না। এর বদলে সোফার কভার হিসেবে বেছে নিতে পারেন ভালো সুতি বা খাদির কভার। দেখতেও ভাল আবার সাশ্রয়ও হবে।
৫. সিটিং অ্যারেঞ্জমেন্ট নিয়ে কথা হলে সেন্টার টেবিলের প্রসঙ্গ আসবেই। বাড়িতে আগে থেকেই যদি সেন্টার টেবিল তাকে তাকে বদলে ফেলার কোনও দরকার নেই। বরং সোফার সঙ্গে রঙ মিলিয়ে সেন্টার টেবলে সুন্দর কভার পাততে পারেন।
৬. বড় ফুলদানিতে তাজা ফুল রাখুন। সবসময় ফুল না পেলেও ক্ষতি নেই। একটা বড়ে কাচের বাটিয়ে ফুলের পাপড়ি সাজিয়ে দিতে পারেন। ছোট কাচের বাটিতে একমুঠো ফুল এনে রাখুন। ড্রয়িংরুমের সৌন্দর্য বহুগুণ বেড়ে যাবে।
৭. ড্রয়িংরুমের দেওয়ালে রঙ নিয়ে এক্সপেরিমেন্ট করতে চাইলে একটা দেওয়ালে উজ্জ্বল, গাঢ় রঙ করুন। গাঢ় রঙ ছাড়াও টেক্সচারড কালার রঙের মোটিফ বা প্রিন্টেড ওয়াল পেপারও করাতে পারেন। এই দেওয়ালে শখের পেন্টিং, সুন্দর মুখোশ বা বেড়াতে দিয়ে সংগ্রহ করা স্যুভেনির দিয়ে সাজান। ড্রয়িংরুমের ভোল বদলে যাবে!
৮. ড্রয়িংরুমের পর্দা নির্বাচনের ক্ষেত্রেও দেওয়াল ও আসবাবের রঙের কথা মাথায় রাখুন। সোফার ফ্র্যাবিকের রঙের সঙ্গে মিলিয়ে পরদার রং নির্বাচন করতে পারেন।
৯. এরপর দেখতে হবে আপনি ড্রয়িংরুমে কী ধরনের আবহ চান। ড্রয়িংরুম যদি খোলামেলা ধরনের হয় তাহলে দু’টো লেয়ারে পরদা করুন। প্রথম লেয়ারে থাকুক সাদা বা হালকা রঙের অরগ্যাঞ্জা, শিয়ার কার্টেন, নেট বা মসলিনের পর্দা। এতে সারাঘরে আলো হাওয়া খেলে বেড়াবে।
১০. ঘরে আলোছায়ার মায়া তৈরি করতে চাইলে উপরের লেয়ারে রাখুন ভাল কটন, খাদি বা জুট কটনের পর্দা।
১১. ড্রয়িংরুম সাজাতে ইনডোর প্ল্যান্টের জুড়ি নেই। ঘরের কোণায় ছোটছোট পটেড গাছ রাখতে পারেন। আজকাল গাছ রাখার জন্য নানা ধরনের কাচের, চিনেমাটির পট পাওয়া যায়। শখের গাছের জন্য বেছে নিন পছন্দের পট।
১২. বক্স জানলা থাকলে হ্যাঙ্গিং পটও রাখতে পারেন। একটু সবুজের ছোঁয়া আপনার ড্রয়িংরুমে সুন্দর কালার প্যালেট তৈরি করবে!
মতামত দিন