গত ২৭ ডিসেম্বর অস্ট্রিয়ায় এ ঘটনা ঘটে
অস্ট্রিয়ার এক নির্জন পাহাড়ে প্রেমিকাকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন ২৭ বছরের তরুণ প্রেমিক। সেই প্রস্তাবে সাড়াও দেন ৩২ বছরের প্রেমিকা। এরপরেই ঘটে যায় তাদের জীবনের সবথেকে বড় দুর্ঘটনা। চোখের নিমেষে পাহাড় থেকে ছিটকে ৬৫০ ফুট নিচে পড়ে যান প্রেমিকা। এদিকে, প্রেমিকার পড়ে যাওয়ায় নিজেকে সামলাতে পারেননি ওই যুবক। প্রেমিকাকে বাঁচাতে লাফ দেন সেই উঁচু পাহাড় থেকে তিনি। ৫০ ফুট হাওয়ার সঙ্গে ভেসে থাকার পরে কোনওমতে একটি পাহাড়ের কোনা আঁকড়ে ধরতে সক্ষম হন। তবে ভাগ্য ভাল যে প্রাণে বেঁচে যান দুজনে। প্রেমিকার তেমন কিছু না হলেও ওই যুবক মারাত্মকভাবে আহত হন। গত ২৭ ডিসেম্বর অস্ট্রিয়ার ভিয়েনায় এ ঘটনাটি ঘটেছে।
ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারীকে একটি পাহাড়ি লেকের পাশে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখতে পায় মানুষ। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় এমারজেন্সি বিভাগে। পুলিশ এসে ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। অন্যদিকে, প্রেমিক ওই যুবককে হেলিকপ্টারের মাধ্যমে পাহাড় থেকে উদ্ধার করা হয়। যুবকের মেরুদণ্ড ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তিনি বলে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে।
স্থানীয় প্রশাসনের দাবি, প্রেমিক যুগল অত্যন্ত ভাগ্যবান। যেভাবে দুর্ঘটনা ঘটেছে, তাতে আরও বড় কোনও বিপদ ঘটা অবিশ্বাস্য ছিল না বলেও দাবি তাদের।
মতামত দিন