বানরটি ফোন খাওয়ার চেষ্টা করছে এমন একটি ভিডিও পাওয়া যায় সেই ফোনটিতে
মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলীয় জোহর রাজ্যে জাকরিজ রদজি নামে এক ব্যক্তি বেশ কিছুদিন আগে তার ফোন হারিয়ে ফেলেছিলেন। পরের দিন হারানো ফোন বাসার পেছনের জঙ্গল থেকে খুঁজে পান ঠিকই, তবে ফোনটিতে একটি বানরের সেলফি ও ভিডিও দেখতে পেয়ে যারপরনাই রীতিমত বিস্মিত হন তিনি। সেদিনই ছবি ও ভিডিওটি টু্ইটারে পোস্ট করলে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়তে আর সময় নেয়নি।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে ১১টা নাগাদ ঘুম থেকে উঠে স্মার্টফোনটি খুঁজে পাচ্ছিলেন না জাকরিজ। পরে তিনি ধরেই নেন তার ফোন কেউ চুরি করে নিয়ে গেছে। কিন্তু কীভাবে তার ফোন চুরি হয়েছিল সঠিকভাবে বুঝতে পারছিলেন না তিনি।
বিশ বছর বয়সী জাকরিজ বিবিসিকে বলেছেন "কোন চোর-ডাকাত ঢোকার কোন চিহ্ন ছিল না।''
তিনি তার নাম্বারে কল করছিলেন, তার বাসার পেছনে জঙ্গল এলাকায় ফোনটি বাজছে বলে মনে হয়। এরপরে জঙ্গলে খুঁজতে খুঁজতেই একটা পাম গাছের নিচে পাতার ভেতর তার ফোন কাদামাখা অবস্থায় পড়ে থাকতে দেখেন। ফোন থেকে কাদা পরিষ্কার করার পর তিনি কৌতূহলবশতই ছবির গ্যালারি খুলে দেখেন ''সেখানে ভর্তি বানরের ছবি''।
এরপরই রবিবার এক টুইট বার্তায় বানরের ছবি শেয়ার করে তিনি বলেন, ''শতাব্দীতে হয়ত এমন ঘটনা একবারই ঘটে।” ওই টুইট ব্যাপকভাবে শেয়ার হয়েছে এবং তা কয়েক হাজার লাইক পেয়েছে।
ভিডিওতে দেখা যায়, ওই একই দিনে স্থানীয় সময় দুপুর দুটো এক মিনিটে তোলা একটি বানরের ছবি। বানর ফোনটি খাবার চেষ্টা করছে। বানরটিকে দেখা যায় জঙ্গলে গাছপাতার মধ্যে থেকে ক্যামেরার দিকে তাকিয়ে আছে। পেছনে পাখির ডাকও শোনা যায়। তার ফোনে দেখা যায় বানরের আরও কিছু ছবি, সেইসাথে গাছপালা ও পাতার ছবি। তিনি সন্দেহ করছেন, তার ভাইয়ের শোবার ঘরের খোলা জানালা দিয়ে বানরটা সম্ভবত তাদের বাসায় ঢুকে থাকতে পারে। তবে তাদের পাড়া থেকে কখনও বানরের কোন কিছু চুরির করার ইতিহাস নেই বলেও জানান জাকরিজ।
মতামত দিন