মঙ্গলবার ঢাকা ট্রিবিউনের জেলা প্রতিনিধিদের পাঠানো ছবিতে উঠে এসেছে বন্যাকবলিত এলাকার চিত্র
দেশের বিভিন্ন এলাকায় অতিবৃষ্টি ও মৌসুমি বন্যায় বিপদগ্রস্ত লাখ লাখ মানুষ। বন্যার কারণে মানুষ হয়ে পড়েছে গৃহবন্দি।
নীলফামারীতে চতুর্থ দফায় তিস্তার পানি বেড়ে ফের বিপদসীমার ২০ সেন্টিমিটার ওপরেভাঙছে সেতু, ধসে পড়ছে বাঁধ তলিয়ে যাচ্ছে একের পর এক লোকালয়।
অতি বন্যায় কুড়িগ্রামের রাজারাহাটের ঘড়িয়ালডাঙা ইউনিয়নের বুড়িরহাটে অবস্থিত তিস্তার স্পার বাঁধে ভাঙনমঙ্গলবার ঢাকা ট্রিবিউনের জেলা প্রতিনিধিদের পাঠানো ছবিতে উঠে এসেছে বন্যাকবলিত এলাকার চিত্র।
সিরাজঞ্জের বেলকুচিতে পানি উন্নয়ন বোর্ডের বাঁধের প্রায় ৭০ মিটার পানির চাপে যমুনায় বিলীন হয়
বন্যার পানিতে ভেঙে গেছে জামালপুরের দেওয়ানগঞ্জ-রাজিবপুর সড়ক
মতামত দিন