শাদি ডট কমে পাত্র-পাত্রী খোঁজার সময় গায়ের রঙ কতটা উজ্জ্বল দেখাতে চান, এরকম একটি অপশন আসতো। এমনকী, ব্যবহারকারীদের তাদের পছন্দসই গায়ের রঙ অনুযায়ী জীবনসঙ্গী খুঁজে বের করার ব্যবস্থাও রাখা হয়েছিল সাইটটিতে!
জীবনসঙ্গী খোঁজার জন্য দক্ষিণ এশীয় বিবাহ সংক্রান্ত ওয়েবসাইট সাইট “শাদি ডট কম” থেকে ব্যবহারকারীদের চাপের মুখে তুলে নেওয়া হয়েছে ছবিতে গায়ের রঙ পরিবর্তন করার একটি ফিল্টার ।
বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতীয় বংশোদ্ভুত জীবনসঙ্গী খোঁজার জন্য এই ওয়েবসাইটটি ব্যবহার করছিলেন মেঘান নাগপাল নামের একজন ব্যবহারকারী।
মেঘান বলেন, "বিষয়টি লক্ষ্য করে আমি ওদের (শাদি ডট কম) কাছে ইমেল পাঠিয়েছিলাম। সেসময় তাদের এক প্রতিনিধি আমাকে জানিয়েছিলেন, বেশিরভাগ পাত্র-পাত্রীর বাবা-মা এই ফিল্টারটা চান।" এরপর থেকে মেঘান ফেসবুকে এই গায়ের রং বদলানোর ফিল্টার নিয়ে লেখালেখি শুরু করেন।
ফেসবুকের ওই পেইজের আরেক সদস্য ছিলেন যুক্তরাষ্ট্রের বাসিন্দা হেতাল লাখানি। পরবর্তীতে, হেতাল লাখানি ফিল্টারটির বিরুদ্ধে অনলাইনে একটা পিটিশান শুরু করেন, যার চাপের মুখে সাইটটি ফিল্টারটির ব্যবহার সরিয়ে নিতে বাধ্য হয়।
তিনি বলেন, "মেঘান যখন এটা শেয়ার করলো আমি সত্যিই স্তম্ভিত হয়েছিলাম কারণ যে কোন প্রতিষ্ঠানেরই একটি সামাজিক দায়বদ্ধতা থাকে।” তিনি আরও বলেন, "আমি এই সমস্যা এমনভাবে সমাধান করতে চেয়েছিলাম, যাতে একটা পরিবর্তন আনা যায়, কাজেই অনলাইনে প্রতিবাদ শুরু করলাম। "
বিবিসি’র প্রতিবেদনটিতে বলা হয়েছে, শাদি ডট কমে পাত্র-পাত্রী খোঁজার সময় গায়ের রঙ কতটা উজ্জ্বল দেখাতে চান, এরকম একটি অপশন আসতো। সাইটে "স্কিন টোন" বা "গায়ের রং" পছন্দ করার আলাদা ব্যবস্থা ছিল বলেও প্রতিবেদনটিতে জানানো হয়েছে। ব্যবহারকারীদের তাদের পছন্দ করা গায়ের রং অনুযায়ী জীবন সঙ্গী খুঁজে বের করার ব্যবস্থাও রাখা হয়েছিল সাইটটিতে।
এ প্রসঙ্গে শাদি-ডট-কম জানিয়েছে, এই ফিল্টার "আসলে কোন কাজে লাগানো হচ্ছিল না" এবং এটা "পুরোনো একটা আবর্জনা যা সরিয়ে ফেলতে আমরা ভুলে গিয়েছিলাম"।
প্রসঙ্গত, দক্ষিণ এশিয়দের প্রথাগত ঘটক ব্যবস্থার বিকল্প হিসেবে কাজ করে থাকে “শাদি ডট কম”।
মতামত দিন