সব ধরনের গণপরিবহনের যাত্রী ও কর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে স্বাস্থ্যবিধি মেনে চলতে
করোনাভাইরাস সংক্রমণ এড়াতে দীর্ঘদিন গণপরিবহন বন্ধ রাখার পর সম্প্রতি পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে সব ধরনের গণপরিবহনের যাত্রী ও কর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে স্বাস্থ্যবিধি মেনে চলতে।
রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে টিকিট কাটতে যাওয়া যাত্রীদেরকেও পরস্পরের থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে লাইনে দাঁড়াতে দেখা গেছে।
তবে শুধুমাত্র অনলাইনে বিক্রি হওয়ায় শেষ পর্যন্ত টিকিট না পেয়েই ফিরে গেছেন তারা।
সোমবার (১ জুন) কমলাপুর থেকে ছবি তুলেছেন ঢাকা ট্রিবিউনের আলোকচিত্রী মো. মানিক ও মাহমুদ হোসেন অপু।
মতামত দিন