ভোর থেকে শাহরুখের জন্য ভ্যানিটি ভ্যানও দাঁড়িয়ে ছিল সেটে। কিন্তু বিকাল ৩টায় শ্যুটিং বাতিল করলেন শাহরুখ
একদম শেষ মুহূর্তে এসে বিজ্ঞাপনের শ্যুটিং বাতিল করলেন শাহরুখ খান। সেটে প্রস্তুত ছিল শাহরুখের জন্য ২৫-৩০ জন দেহরক্ষী। এমনকি তার সহ-অভিনেতা অজয় দেবগণও পৌঁছে গিয়েছিলেন শ্যুটিং সেটে। কিন্তু কয়েক ঘণ্টা পরে শাহরুখ খান ফোন করে জানালেন, তিনি শ্যুটিং এ আসতে পারবেন না।
বুধবার (৬ অক্টোবর) ভোর থেকে শাহরুখের জন্য ভ্যানিটি ভ্যানও দাঁড়িয়ে ছিল সেটে। কিন্তু বিকাল ৩টায় শ্যুটিং বাতিল করলেন শাহরুখ।
গত রবিবার (৩ অক্টোবর), মাদক মামলায় গ্রেপ্তার হয়েছেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। তার জামিনের জন্য করা আবেদন সোমবার (৪ অক্টোবর) খারিজ করে আদালত। আবারও বৃহস্পতিবার (৭ অক্টোবর) আবেদন করা হলে সেটিও নাকচ করে দেন ভারতীয় আদালত।
মতামত দিন